Sohini-Ranajoy: পুজোর আগেই সোহিনী-রণজয় বিচ্ছেদ, দু’জনেই এখন নতুন রিলেশনে
জমে থাকা অভিমান নিয়ে সান্দাকফুর রাস্তায় হাঁটা দিলাম...’— সম্প্রতি একটি প্রতিবেদনে প্রেমের কথা লিখলেন সোহিনী সরকার।

Sohini-Ranajoy: রণজয় বিষ্ণু, কয়েক মাস আগেও যে নামটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল টলিউড অভিনেত্রী সোহিনী সরকারের (Sohini Sarkar) নাম। চুটিয়ে প্রেম করছিলেন এই জুটি। সোশ্যাল মিডিয়া মাঝেমধ্যেই ছবি পোস্ট করতেন তাঁরা। তবে পুজোর আগেই শেষ তাঁদের সম্পর্ক। দুজনের পথ হয়েছে আলাদা। সোহিনীর কাছে এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান রণজয়ের সঙ্গে আর কোনও সম্পর্ক নেই তাঁর। এই বিষয় তাঁর আর কিছু বলার নেই।
Sohini-Ranajoy:
এখানেই শেষ নয় গল্প। তবে এ বারের পুজোয় সোহিনী নায়ককে ছেড়ে কোনও গায়ককে মন দিয়ে ফেলছেন, এমন কথাও ছড়াচ্ছে। গায়কের নাম শোভন গঙ্গোপাধ্যায় (Shovon Ganguly)। সোহিনী বা শোভন কেউ এ বিষয়ে কিছু বলেননি। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়াতে ফলো করা একে অপরকে, ভালো বন্ধু হওয়া যা থেকেই একটা সম্পর্কের গন্ধ ভাসতে শুরু করেছে। সোহিনীর মায়ের জন্মদিনের দিন নায়িকার বাড়িতে অন্যান্য বন্ধুদের সঙ্গে শোভনের উপস্থিতি সকলের নজর যে এড়িয়ে গিয়েছে, এমনটাও নয়।
এখানে পড়ুন: শ্বেতার সাথে কবে বিয়ের পিঁড়িতে বসছেন রুবেল? জানালেন অভিনেতা নিজেই
জমে থাকা অভিমান নিয়ে সান্দাকফুর রাস্তায় হাঁটা দিলাম…’— সম্প্রতি একটি প্রতিবেদনে প্রেমের কথা লিখলেন সোহিনী সরকার। আর সেই লেখা নিজের ফেসবুক প্রোফাইলে ভাগ করে নিলেন শোভন গঙ্গোপাধ্যায়। মানে সম্পর্ক যে কিছু একটা আছে তা বুঝতে অসুবিধা হচ্ছে না। তবে দুজন এই যে স্বীকার করবে কবে এখন সেটাই দেখার। আবার অনেকের মতে যিশু সেনগুপ্তর উদ্যোগে নজরুল মঞ্চে বাইশে শ্রাবণের অনুষ্ঠানেই নাকি সোহিনী আর শোভন কাছাকাছি আসেন। স্বস্তিকার সাথে ব্রেকআপ হবার পরেই নাকি এই জুটির প্রেম শুরু হয়।
রণজয় (Ranajoy Bishnu) বর্তমানে এক হিন্দি ধারাবাহিকে কাজ করছেন। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এই ধারাবাহিক সম্প্রচার শুরু হবে শীঘ্রই। যার শুটিং চলছে বর্তমানে কাশ্মীরে। নায়ক নিজের সোশ্যাল মিডিয়াতে একাধিক ফটো আপলোড করতে দেখা যাচ্ছে। তবে অন্যদিকে সেই ধারাবাহিকের নায়িকার পত্রালী চট্টোপাধ্যায়ের সাথে নাকি রণজয়ের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। তাই সব মিলিয়ে যে এই চতুস্কোন সম্পর্ক এখন ধোঁয়াশা তৈরী করেছে তা বলার অপেক্ষা নেই।