Anurager Chhowa: সূর্যর হাতে এল DNA টেস্টের রিপোর্ট, টিভির আগে ফাঁস ‘অনুরাগের ছোঁয়’র জমজমাট পর্ব
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। সবশেষে জানা গেল সোনা ও রুপার মা ও বাবার আসল পরিচয়। রাত সাড়ে'নটার সময় সম্পূর্ণ বাংলার মানুষের কৌতূহল থাকে 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa) ধারাবাহিকে।

Anurager Chhowa: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। সবশেষে জানা গেল সোনা ও রুপার মা ও বাবার আসল পরিচয়। রাত সাড়ে’নটার সময় সম্পূর্ণ বাংলার মানুষের কৌতূহল থাকে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে। স্টার জলসার (Star Jalsha) একমাত্র ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার নতুন গল্পের মোড় এনেছে দর্শকদের মধ্যে। তবে গত সপ্তাহে দ্বিতীয় স্থানে নেমেছে এই ধারাবাহিক যার মুলে রয়েছে এক ঘেঁয়ে গল্প। এখন সিরিয়ালটি নিয়ে বেশ বিরক্ত দর্শকরা। যার প্রভাব পড়ছে টিআরপি তালিকাতেও।
Anurager Chhowa:
তবে সেসব কাটিয়ে আবারো গল্পের মোড় ঘুরিয়ে নতুনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই সূর্য জানতে পেরে গিয়েছে যে, কবীর কোনোদিনই বাবা হতে পারবেনা। কবীর এবং শিবানী বহুদিন ধরে চিকিৎসা করালেও কবীরের বাবা হওয়ার কোনও সম্ভাবনাই নেই। তারপর থেকেই নানা ধরণের চিন্তা ঘুরছে সূর্যর মাথায়। আর তারপরেই জয় সূর্যকে DNA টেস্ট করার পরামর্শ দেয়। সেই মত সোনার চুল এবং রূপার নখ নিয়ে ল্যাবে পৌঁছে যায় সূর্য।
Anurager Chhowa:
মিশকা কিন্তু এবারের রিপোর্টে কিছুই জানতে পারেনি। তাই তার চালবাজি এবার আর খাটেনি। সূর্য DNA টেস্টের রিপোর্ট হাতে পেয়েছে। এবং সে জানতে পেরেছে যে, সোনা এবং রূপা আসলে তারই সন্তান। সাথে সাথেই সূর্য ছুঁটে গেছে দীপার কাছে ক্ষমা চাইতে। এতো দিন যে অন্যায় ও ভুলের শিকার ছিলেন তিনি তা এবার ভেঙে গেছে। দীপার অসুস্থতা বেড়ে যায় আর তার মধ্যেই সূর্য এতো বড়ো সত্যি জানতে পারে।
Anurager Chhowa:
তাহলে এবার এই ধারাবাহিক শেষ করে দেবে নির্মাতারা? নাকি নিম্নপতন দেখেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিলেন তাঁরা। নাকি দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও বড় কোনো চমক। তাই অতি অবশ্যই অনুরাগের ছোঁয়া ধারাবাহিক দেখতে থাকুন। চলতি সপ্তাহে ৭.৩ নম্বরের সাথেই দ্বিতীয় স্থান পেয়ে খুশি থাকতে হয়েছে দর্শকদের। তাই অনুরাগী সমেত নির্মাতারাও চাইছেন যত তাড়াতাড়ি আবারো নিজেদের হারানো জায়গা ফিরে পেতে।