প্রকাশ্য মঞ্চে ‘আমি কলকাতার রসগোল্লা” গান গেয়ে তাক লাগালেন বঙ্গতনয়া মিঠাই, ভাইরাল ভিডিও
জনপ্রিয় গান 'আমি কলকাতার রসগোল্লা’ (Ami Kolkatar Rosogolla) গাইতে দেখা যায়। তারপরে তাঁকে জনপ্রিয় হিন্দি গান 'লায়লা'ও (Laila) গাইতে দেখা যায়।

বাংলা ধারাবাহিক দেখেন কিন্তু ‘মিঠাই’কে চেনেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বাংলা ধারাবাহিক ইন্ডাস্ট্রির এক সুপরিচিত মুখ হলেন ‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। তিনি জি বাংলা চ্যানেলের (Zee Bangla Channel) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)-এর দৌলতে বাংলার বুকে জনপ্রিয়তা পান। এই ধারাবাহিক এক সময়ে একনাগাড়ে টিআরপি তালিকার শীর্ষস্থানে থাকতো। বর্তমানে সেই স্থান অন্য ধারাবাহিক কেড়ে নিয়েছে। তবে ‘মিঠাই’ ভক্তদের মনে আজও অনেকটা জায়গা জুড়ে বিরাজ করে রয়েছে ‘মিঠাই’।
‘মিঠাই’ খ্যাত সৌমিতৃষা কুণ্ডু সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তিনি বরাবর সক্রিয় থাকেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। এই প্ল্যাটফর্মগুলোয় তার ভক্তের সংখ্যা কম নয়। এমনকি তাঁর বিশেষ ফ্যানপেজও থাকতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি সৌমিতৃষার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর শুরুতে এক অনুষ্ঠানের সঞ্চালককে বলতে দেখা যায় যে, সবার প্রিয় মিঠাই দর্শকদের আবদার মেটানোর জন্য গান শোনাতে মঞ্চে উঠবেন। সঞ্চালকের কথা শুনে মিঠাই প্রথমে অসম্মতি প্রকাশ করেন। তিনি জানান যে, তিনি গান গাইতে পারেন না। তিনি স্পষ্টভাষায় দাবি করেন যে, তিনি আদতে ‘বাথরুম সিঙ্গার’। কিন্তু তাঁর কথা শোনে কে? এই অবস্থায় তিনি মঞ্চে উঠতে বাধ্য হন এবং গান গাইতে শুরু করেন। যদিও গান গাওয়া শুরু করার আগেই তিনি সম্ভাব্য ভুলত্রুটির ক্ষমা চেয়ে নেন।
ভিডিওটিতে তাঁকে প্রথমে অন্যতম জনপ্রিয় গান ‘আমি কলকাতার রসগোল্লা’ (Ami Kolkatar Rosogolla) গাইতে দেখা যায়। তারপরে তাঁকে জনপ্রিয় হিন্দি গান ‘লায়লা’ও (Laila) গাইতে দেখা যায়। অনুষ্ঠানে এই বঙ্গলনাকে একদম বঙ্গনারী রূপেই প্রকাশ্যে আসতে দেখা যায়। গান গাওয়া শুরু করতেই দর্শকরা উচ্ছাসে ফেটে পড়েন। গান গাওয়ার সময়ে তাঁর পরণে ছিল রানী রঙের শাড়ি, মানানসই গয়না। এই সাজে তাঁকে অপরূপ সুন্দরী লাগছিল দেখতে। এই ভিডিওই প্রকাশ্যে আসার পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতে দেখা গেল।