Sourav Ganguly Daughter: গ্র্যাজুয়েশন শেষ করেই কত লাখ টাকা বেতনের চাকরি পেলেন সৌরভ কন্যা জানেন? শুনলে চমকে উঠবেন আপনি
বিশ্ববিখ্যাত বাণিজ্য পরামর্শদাতা সংস্থা 'ডেলয়েট' (Deloitte)। সানার মেধা তাদের চমত্কৃত করেছে। সৌরভ কন্যাকে তারা ট্রেইনি হিসেবে নিযুক্ত করেছে।

Sourav Ganguly Daughter: লন্ডন গ্লোবাল ইউনিভার্সিটি থেকে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) কন্যা সানা গাঙ্গুলী (Sana Ganguly) হাসিল করেছেন অর্থনীতিতে স্নাতক ডিগ্রি। মেয়ের এই সাফল্যর খবর পাওয়া মাত্রই সৌরভ ও স্ত্রী ডোনা গাঙ্গুলী (Dona Ganguly) সাথে সাথেই উড়ে গেছেন মেয়ের কাছে লন্ডনে। গত ৬ই সেপ্টেম্বর সানার বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও তার স্ত্রী অনুষ্ঠানে সানার পাশে ছিলেন সেই ফটো দুজনেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন।
Sourav Ganguly Daughter:
তবে ফোনে লন্ডন থেকেই সানার ভবিষৎ ভাবনা সম্পর্কে জানিয়েছেন মা ডোনা। স্নাতক ডিগ্রি হাতে পাওয়ার আগেই বিশ্বের অন্যতম সেরা মাল্টিন্যাশন্যাল কোম্পানি পিডব্লুসি (PWC) লন্ডন থেকে ইন্টার্নশিপ করেছেন সানা। আর PwC-তে ইন্টার্নশিপ করার সময় মাস প্রতি আড়াই লক্ষ টাকা বেতন পেতেন। এখানে কোনোরকম তার বাবার নাম কিংবা হাত ছিল না। সম্পূর্ণ নিজের পরিশ্রম ও মেধা দিয়েই সে এতো ভালো চাকরি পেয়েছিলো।
Sourav Ganguly Daughter:
এবার আরও এক দুর্দান্ত চাকরি পেতে চলেছে সানা সেইরকম খবরই কিন্তু সামনে আসছে। সম্প্রতি লন্ডন কলেজ অব ইউনিভার্সিটিতে ক্যাম্পাস ইন্টারভিউ প্রোগ্রাম করেছে বিশ্ববিখ্যাত বাণিজ্য পরামর্শদাতা সংস্থা ‘ডেলয়েট’ (Deloitte)। সানার মেধা তাদের চমত্কৃত করেছে। সৌরভ কন্যাকে তারা ট্রেইনি হিসেবে নিযুক্ত করেছে। মাসের বেতন প্রায় তিন লাখ পঁচিশ হাজার টাকা। শুনলে অবাক লাগলেও ঠিক এই বিপুল অর্থই প্রতি মাসে রোজগার করবে সানা।
এতো ভালো রেজাল্ট করেও কিন্তু কোনো দামি উপহার দেননি সৌরভ ও ডোনা। বরং ভবিষ্যতে যাতে খুব ভালো করে এগিয়ে যেতে পারে নিজের জীবনে সেই শুভ কামনাই করেছে। সৌরভ ও ডোনা, সানার মাথায় সমাবর্তন অনুষ্ঠানের টুপি এবং গায়ে কালো গাউনের ফটো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। সেই ফটোতে টলিউডের শ্রাবন্তী, মিমি, শুভশ্রী থেকে শুরু করে বহু তারাকারা সৌরভ-কন্যাকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামী ২৩ কিংবা ২৪ শে সেপ্টেম্বর কলকাতায় ফিরে আসতে পারেন সৌরভ ও তাঁর স্ত্রী এমনটাই সূত্রে জানা যাচ্ছে।