শারীরিক গঠনের পরোয়া না করে, সমলোচকদের তুড়ি মেরে দুর্দান্ত নাচ যুবতীর, ভাইরাল ভিডিও

ইন্টারনেট জগতের এক সুপরিচিত শিল্পী হলেন দিব্যা বিক্রম (Divyaa Vikram)। তিনি ইউটিউবে ও ইনস্টাগ্রামে স্বমহিমায় নিজের প্রতিভার প্রদর্শন ঘটান।

অসাধারণ এনার্জি সহকারে নৃত্য প্রদর্শন করার মাধ্যমে নেটাগরিকদের মন জয় করে নিলেন এক সুন্দরী যুবতী। সীমাহীন নেটের জগতে প্রায়শই দিব্যা বিক্রম নামক এক যুবতীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায়। ভিডিওগুলোর দৌলতে নেটিজেনদের কাছে প্রশংসার অধিকারী হন তিনি। আর হবেন নাই বা কেন? স্থূলকায় শরীর হওয়ার পরেও তিনি নাচের মাধ্যমে যে দুর্দান্ত এনার্জির প্রদর্শন করেন তা প্রশংসারই যোগ্য!

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ার দৌলতে খুব সহজেই মনোরঞ্জন করতে পারেন। তবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দৌলতে শুধুমাত্র মনোরঞ্জনই না, প্রতিভারও বিস্তার ঘটাতে পারা যায়। প্রতিভাধারী শিল্পীরা এই সোশ্যাল মিডিয়ায় যে কোনো সময় নিজের ভিডিও পোস্ট করতে পারেন ও নিজের প্রতিভা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারেন। এর জন্য শিল্পীরা আর কোনো সংস্থার অধীনে সর্বদাই আটক থাকতে বাধ্য নয়। ইন্টারনেটের সহজলভ্যতাকে একপ্রকারের হাতিয়ারে পরিণত করে কেউ অর্থ উপার্জন করছেন, আবার কেউ নিজের প্রতিভার প্রচার ঘটাচ্ছেন।

এমনই ইন্টারনেট জগতের এক সুপরিচিত শিল্পী হলেন দিব্যা বিক্রম (Divyaa Vikram)। তিনি ইউটিউবে ও ইনস্টাগ্রামে স্বমহিমায় নিজের প্রতিভার প্রদর্শন ঘটান। সম্প্রতি তাঁর এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি পোস্ট করা হয়েছে তাঁর ইনস্টাগ্রাম আইডি ‘দিব্যা বিক্রম’ (Divya Vikram) থেকেই। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় জনপ্রিয় দক্ষিণ ভারতীয় গান এবং সেই গানেতেই সবুজ রঙের শাড়ির সঙ্গে নীল রঙের ব্লাউজ, কোমরে কোমরবন্ধনী, গা ভর্তি গলার হার, কানের দুল ও মাথায় টিকলি পরিহিত অবস্থায় অতুলনীয় এনার্জি সহকারে ডান্স করতে দেখা যায় দিব্যাকে।

ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ১৬ লক্ষ অতিক্রম করে গেছে এবং যুবতীর প্রশংসায় পোস্টের কমেন্টবক্স উপচে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে।