Srabanti Chatterjee: গুজরাটি মহিলাদের মত শাড়ি পরে বাড়িতে গনেশের মূর্তি আনলেন অভিনেত্রী শ্রাবন্তী, ভাইরাল ছবি

শ্রাবন্তী সেজে উঠেছেন পুরো গুজরাটি মহিলাদের সাজে। সেই ভাবেই শাড়ি পড়েছেন। মাথায় চুল বাঁধা। নাকে বড়ো নথ, গলায় হার, হাত ভর্তি চুরি।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। অভিনেত্রীর অভিনয় হোক কিংবা ব্যক্তিগত জীবন বিভিন্ন কারণে চর্চায় থাকেন। বর্তমানে শ্রাবন্তীর কেরিয়ার মধ্যগগনে বিরাজ করছে। হাতে পরপর বেশ কয়েকটি বড় প্রজেক্ট। নিশ্বাস নেবার সময় না থাকলেও এবার নায়িকা মেতে উঠেছেন গণপতি বাপ্পার উৎসবে। এই বছর প্রথমবার অভিনেত্রী বাড়িতে নিয়ে এলেন বিঘ্নহর্তাকে। শ্রাবন্তী এই প্রথম নিজের বাড়িতে গণেশ পুজোর আয়োজন করলেন। কুমোরটুলি থেকে নিজে গিয়ে ঠাকুর কিনে এনেছেন। তবে এসব বাদ দিয়ে শ্রাবন্তীর লুক হয়ে উঠেচ্ছে সবার থেকে বেশি ভাইরাল।

শ্রাবন্তী সেজে উঠেছেন পুরো গুজরাটি মহিলাদের সাজে। সেই ভাবেই শাড়ি পড়েছেন। মাথায় চুল বাঁধা। নাকে বড়ো নথ, গলায় হার, হাত ভর্তি চুরি। তাঁকে দেখলে কার্যত চোখ ফেরানো দায় হবে আপনার। নায়িকার এই একটি মাত্র ফটোই সাড়া ফেলেছে ইন্টারনেট জুড়ে। কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার লাইক ও কমেন্ট এসেছে। সবাই নায়িকার এই লুকে মজেছেন। সাথেই গণেশ পুজোর জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদমাধ্যকে অভিনেত্রী বলেছেন, তিনি এই বছর গণেশ চতুর্থীতে বাপ্পাকে বাড়িতে নিয়ে আসবেন বলে আগেই ঠিক করেছিলেন। সেইমতো নিজে কুমোরটুলি গিয়ে ছোট একটি গণেশ মূর্তিকে নিয়ে আসেন বাড়িতে। শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ায় গণপতি বাপ্পার ঝলকও দেখা গিয়েছে। পুজোর সব দায়িত্বই পালন করবেন তিনি ও তাঁর ছেলে অভিমন্যু। শ্রাবন্তী এও জানিয়েছেন যে তিনি নিজের হাতে ভোগ রান্না করে গণেশজিকে নিবেদন করবেন। কী কী থাকছে সেই ভোগে? এই বিষয়ে অভিনেত্রী সেই সংবাদমাধ্যকে জানিয়েছেন যে ভোগের মেনুতে রয়েছে খিচুড়ি, লুচি, ভাজা, আলুর দম, চাটনি ও লাড্ডু।

Srabanti Chatterjee Viral Photo:

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee) -এর ‘আমি আমার মতো’ সিনেমার শুটিং করছেন শ্রাবন্তী। এরপরেই পরিচালক শুভ্রজিৎ মিত্র -র সবথেকে বড়ো প্যান ইন্ডিয়া রিলিজ ছবি ‘দেবী চৌধুরানী’ শুটিং শুরু হবে। মুখ্য চরিত্রে শ্রাবন্তী ও প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee) থাকবেন। কয়েকদিন আগেই সকাল সকাল ময়দানে ঘোড়া চালানোর প্রশিক্ষন নিতে দেখা গিয়েছিলো নায়িকাকে।