সোশ্যাল মিডিয়ায় নতুন অবতারে ধরা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, দেখুন ভিডিও

বাংলা সিনেমা জগতের এক উজ্জ্বল নক্ষত্র শ্রাবন্তী চ্যাটার্জি (Shrabnti Chatterjee)। প্রায় সবসময়ই তাঁর নাম খবরের শিরোনামে থাকতে দেখা যায়।

বাংলা সিনেমা জগতের এক উজ্জ্বল নক্ষত্র শ্রাবন্তী চ্যাটার্জি (Shrabnti Chatterjee)। প্রায় সবসময়ই তাঁর নাম খবরের শিরোনামে থাকতে দেখা যায়। কর্মজীবন হোক বা ব্যক্তিগত জীবন সমস্ত চর্চিত বিষয়েই তাঁর নাম জড়িত থাকতে দেখা যায়। একবার তো জিমকে কেন্দ্র করেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। বেশিরভাগ সময়ই যদিও তাঁকে হয় সোশ্যাল মিডিয়ায় নয়তো জিমে থাকতে দেখা যায়।

Srabanti Chatterjee

যত বয়স বাড়ছে, শ্রাবন্তীর রূপের জেল্লা যেন ততই ফুটে উঠতে দেখা যাচ্ছে। বয়স যেন তাঁর উল্টো পথে হাঁটা দিয়েছে। তাঁর সৌন্দর্য যে কোনো উঠতি অভিনেত্রীদের টেক্কা দিতে সক্ষম। এক পুত্র সন্তানের মা হয়েও, বয়স ৩৫ বছর হয়ে গেলেও তিনি কীভাবে নিজের রূপ ধরে রেখেছেন, তা সর্বদাই সবার মনে প্রশ্নের সৃষ্টি করে।

সম্প্রতি অভিনেত্রী শ্রাবন্তীকে আবারও সোশ্যাল মিডিয়ায় নতুন অবতারে দেখা গেল। শ্রাবন্তীর সেই ফটো সামাজিক মাধ্যামে আসার পরই ভাইরাল হয়ে যেতে দেখা গেছে। ফটোটিতে তাঁকে শরীরের উপরিভাগে গোলাপি রঙের কোট ও নিম্নভাগে স্কিন টাইট ডেনিম পরে থাকতে দেখা যায়। উক্ত কোটের ভিতরে ডার্ক কালারের একটি ইনারও ছিল। একটু আনমনা হয়ে এক ট্রি হাউসের সামনে থাকা কাঠের সিঁড়িতে এক পা ভাঁজ করে ও এক পা সোজা রেখে পোজ দিয়ে বসে থাকতে দেখা যায় অভিনেত্রীকে।

ফটোটিতে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে কোনো রকমের ভারী মেকআপ বা ভারী জুয়েলারিতে দেখা যায়নি। একদম সাদামাটা লুকে হালকা মেকআপে ক্যামেরায় নিজেকে ধরা দিলেন অভিনেত্রী। শরীরের বাঁ দিকে স্ট্রেট করা চুল ফেলে রেখে আনমনা হয়ে অদূরে কোথাও তাকিয়ে থাকতে দেখা যায় তাঁকে। মুখমণ্ডলে হালকা মেকআপ ও ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক পরিহিত অবস্থায় খুবই সুন্দর লাগছিল তাঁকে দেখতে।