আমি থামতে রাজি নই : শ্রাবন্তী চ্যাটার্জী

অভিনেত্রীর বয়স ৩৫ এর দাড়গোড়ায় পৌঁছোলেও এখনো অষ্টাদশীর সুন্দরী যুবতী তিনি। মাঝে মাঝেই নিজের বিভিন্ন রকম বোল্ড লুকে তিনি ধরা দেন নিজের অনুরাগীদের মাঝে।

টলিপাড়ার বহুচর্চিত অভিনেত্রীদের তালিকায় থাকা একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। কেরিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সব নিয়েই হামেশা লাইম লাইটে থাকেন তিনি। তবে তাঁকে নিয়ে সর্বদা সমালোচনা হলেও সেসব দিকে একটুও ভ্রুক্ষেপ করতে নারাজ তিনি। কারণ তিনি সবসময় নিজের অনুরাগীদের কাছাকাছি থাকতেই পছন্দ করেন। সর্বদাই তিনি ভাগ করে নেন নিজের জীবনের প্রতিটি মুহূর্ত নিজের অনুরাগীদের সাথে।

অভিনেত্রীর বয়স ৩৫ এর দাড়গোড়ায় পৌঁছোলেও এখনো অষ্টাদশীর সুন্দরী যুবতী তিনি। মাঝে মাঝেই নিজের বিভিন্ন রকম বোল্ড লুকে তিনি ধরা দেন নিজের অনুরাগীদের মাঝে। সোশ্যাল মাধ্যমে মাঝে মাঝেই ভাইরাল হয় তাঁর বিভিন্ন রকম ওয়েস্টার্ন বোল্ড পোশাক পরা ছবি। যেগুলোর বেশিরভাগই তিনি পোস্ট করে থাকেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। আর সেগুলো পোস্ট করা মাত্রই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পরে সমস্ত নেট দুনিয়া জুড়ে। সম্প্রতি সেরকমই অভিনেত্রীর শেয়ার করা একটি নতুন ছবি তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ার পাতায়।

সম্প্রতি অভিনেত্রীকে দেখা যাচ্ছে একটি পাহাড়ের কোলে মিষ্টি রোদে ফটোশুট করতে। ভাইরাল ছবিটিতে অভিনেত্রীর পরনে রয়েছে একটি থাইস্লিট ফ্লোরাল প্রিন্টেড গাউন ও কানে পোশাকের সাথে ম্যাচিং করা ফ্লোরাল ডিজাইনের কানের দুল। হালকা মেকআপের পাশাপাশি পায়ে রয়েছে একটি সাদা রঙের হাইহিল গামবুট। পোশাকের ফাঁকে উঁকি দিচ্ছে অভিনেত্রীর উরু। তবে ছবিটির পাশাপাশি সকলের নজর কেড়েছে সেই ছবির ক্যাপশন। ছবিটিকে শেয়ার করার পাশাপাশি অভিনেত্রী ছবিটির ক্যাপশনে লিখেছেন ‘আমি অপ্রতিরোধ্য’। যার বাংলা অর্থ ‘আমি থামতে রাজি নই।’

তবে অভিনেত্রী এধরনের ক্যাপশনের মাধ্যমে কিসের ইঙ্গিত দিতে চাইছেন তা এখনো স্পষ্ট জানা যায়নি। যার কারণে ছবিটির কমেন্ট বক্স ভরে গিয়েছে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কৌতুহলী মন্তব্যে। তবে নেটিজেনদের সিংহভাগ অভিনেত্রীর প্রশংসা করলেও একাধিক মানুষ বিভিন্নরকম তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন অভিনেত্রীর দিকে। তবে বরাবরের মতো সেদিকে ভ্রুক্ষেপ না করে বরং নিজের জীবন নিয়েই ব্যস্ত তিনি।