নিজেকে ভার্জিন দাবি করলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী! জল্পনা তুঙ্গে
বাংলা সিনেমা জগতের এক জনপ্রিয় নাম শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chaterjee)।

বাংলা সিনেমা জগতের এক জনপ্রিয় নাম শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chaterjee)। তিনি সোহম, জিৎ, আবির ও শাকিবের বিপরীতে অভিনয় করেছেন। অভিনয় জগতে তাঁর অভিষেক ঘটে ১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ সিনেমার দৌলতে। সিনেমায় প্রথমবার মুখ্য ভূমিকায় অভিনয় করেন ২০০৩ সালে ‘চ্যাম্পিয়ন’ সিনেমায়। পরবর্তীকালে জনপ্রিয়তার নিরিখে তিনি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম সারির নায়িকা হিসেবে পরিচিতি পান।
তিনি খুব কম বয়সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মাত্র ১৬ বছর বয়সে ২০০৩ সালে তিনি পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপরে কিছু সময়ের জন্য তিনি অভিনয় জগৎ থেকে বিরতি নেন। পরে ২০০৮ সালে তিনি ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার হাত ধরে আবার অভিনয় জগতে ফিরে আসেন। রাজীবের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটলে কৃষাণ রাজ নামক এক মডেলকে বিয়ে করেন। তাঁর সঙ্গে আবার ডিভোর্স ঘটলে ২০১৯ সালে রোশন সিং-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালে দুইজনের বিবাহ বিচ্ছেদ ঘটে।
পূর্বে অভিনয় কেন্দ্রীয় খবরের কারণে তাঁর নাম বেশি খবরের শিরোনামে থাকতো। বর্তমানে বিতর্কজনিত ইস্যুর কারণে তাঁর নাম চর্চায় থাকতে দেখা যায়। কিছুদিন আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমি একদম সিঙ্গেল”। একইসঙ্গে তিনি নিজেকে ‘ভার্জিন’ বলেও দাবি করলেন।
আসলে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, “এইবার আপনি কি তাহলে ৪র্থ বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন?” এর উত্তরে তিনি বলেন, “আমি আপাতত সিঙ্গেল। পরিবার পরিজন নিয়ে ব্যস্ত রয়েছি। এখন আমি ভার্জিন। কেউই মনের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করে না”। শ্রাবন্তীর এই জবাব প্রকাশ্যে আসার পর থেকেই তা নেটিজেনদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।