ক্লাসরুমের মধ্যেই সুপারহিট বাংলা গানে তুমুল নাচ দুই ছাত্র-ছাত্রীর, ভাইরাল ভিডিও

এক স্কুল ছাত্র ও এক স্কুল ছাত্রীকে জনপ্রিয় বাংলা গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিওর অভাব নেই। প্রতি মুহূর্তে নানান রকমের নাচের ভিডিও দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। দেশীয় ও বিদেশীয় নৃত্যশৈলীর সমাহার দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। পূর্বে ভারতীয় নৃত্যশিল্পীদের শুধুমাত্র দেশীয় নৃত্যশৈলী প্রদর্শন করতে দেখা যেত। তবে বর্তমানে ভৌগোলিক সীমানার গণ্ডি প্রতিভা বিদেশের নৃত্যশৈলীকেও আপন করে নিয়েছেন নৃত্যশিল্পীরা। ফলস্বরূপ, সোশ্যাল মিডিয়া জুড়ে শিল্পীদের নানান রকমের প্রতিভামূলক ভিডিও চোখে পড়ে।

আজকাল সোশ্যাল মিডিয়ায় যে শুধুমাত্র শিল্পীদের প্রতিভামূলক ভিডিও দেখতে পাওয়া যায় তাই নয়, বহু সাধারণ মানুষের নাচের ও গানের ভিডিও দেখতে পাওয়া যায়। তাঁরা প্রশিক্ষিত শিল্পী না হলেও খুবই সুন্দরভাবে নাচ প্রতিস্থাপন করে থাকেন। কখনও একাকী, কখনও জুটিতে বহু সাধারণ মানুষকে জনপ্রিয় গানে নৃত্য প্রদর্শন করতে দেখা যায়।

সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভাইরাল ভিডিওটিতে এক স্কুল ছাত্র ও এক স্কুল ছাত্রীকে জনপ্রিয় বাংলা গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। এক্ষেত্রে একদিকে স্কুল ছাত্রীকে নীল কামিজ, সাদা সালোয়ার ও সাদা ওড়নার ইউনিফর্ম পরে থাকতে দেখা যায়। অপরদিকে স্কুল ছাত্রটিকে নীল রঙের ফুল লেন্থ প্যান্ট ও সাদা শার্ট পরে থাকতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘ঢাকাই শাড়ি’ নামক জনপ্রিয় বাংলা গান এবং এই গানেতেই বন্ধ ক্লাসরুমের মধ্যে দুইজনকে দুর্দান্ত নাচ পরিবেশন করতে দেখা যায়।

ভিডিওটির কন্টেন্ট ইউনিক থাকার দরুণ তা খুব সহজেই দৃষ্টি আকর্ষণ করে ফেলে নেটিজেনদের। ভিডিওটিকে নিঃসন্দেহে মনোরঞ্জনের ভাণ্ডার বলা যেতে পারে। কারণ চোখ ও কান উভয়কেই মনোরঞ্জন প্রদান করেছে এই ভিডিও। তবে এই ভিডিও আবার স্কুলের নিয়মকানুনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিতর্কের সৃষ্টি করল। কিছু নেটিজেন দুইজনের নাচের প্রশংসা করলেও, বেশ কিছু নেটিজেনকে এই ভিডিওকে কেন্দ্র করে কটাক্ষপূর্ণ মন্তব্য করতে দেখা গেল।