Subhashree Ganguly: শীঘ্রই ঘরে আসছে নতুন অতিথি! শাড়ি ছেড়ে কুর্তি পরে সাধ খেলেন শুভশ্রী, ভাইরাল ছবি

শীঘ্রই ঘরে আসছে নতুন অতিথি, ঘরোয়া সাদামাটা সাধ খেলেন হবু মা শুভশ্রী! শুভেচ্ছার বন্যা নেটদুনিয়ায়

Subhashree Ganguly: টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন। জীবনের কার্যত সবথেকে ভরা সাংসারিক সুখ শুভশ্রীর এই সময়ে পেতে চলেছে তা বলার দরকার হবে না। স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানকে নিয়ে তাঁর ভরা সংসার। সেই আনন্দই দ্বিগুন করতে আসছে নতুন সদস্য। চলতি বছরের জুলাই মাসে তারকা দম্পতি সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করেন, তাঁদের ছেলে ইউভান বড় দাদায় উত্তীর্ন হতে চলেছে। অর্থাৎ দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা শুভশ্রী।

Subhashree Ganguly Photo:

Subhashree Ganguly

আর দেখতে দেখতেই শুভশ্রীর প্রথম সাধের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠান খুব বড় করে হয়নি অবশ্য। কলকাতায় রাজ-শুভশ্রীর বাড়িতেই ছোট করে আয়োজন করা হয়েছিল। সাধের দিন শুভশ্রীর পাশেই ছিলেন রাজ। সাথেই শুভশ্রীর মা-বাবাও উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে ছবি পোস্ট করেছেন শুভশ্রী। রঙিন পোশাকে সেজেছিলেন হবু মা। চোখে মুখে স্পষ্ট মাতৃত্বকালীন জেল্লা। 2018 সালে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন নায়িকা। এরপর 2020 সালে জন্ম হয় তাঁদের প্রথম সন্তান ইউভানের।

Subhashree Ganguly

এবার তার ঠিক তিন বছরের মথায় দ্বিতীয় সন্তান গর্ভে আসার কথা ঘোষণা করেন শুভশ্রী। সোমবার ‘সাধ’ অনুষ্ঠানে স্বামী রাজ এবং অন্যদের সঙ্গে ক্যামেরাবন্দি হলেন সেলুলয়েডের ইন্দুবালা। ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “সাধভক্ষণ”। অভিনেত্রীকে এদিন দেখা গেল সবুজ আর লালে মেশানো স্লীভলেস পোশাকে। রাজ এদিন নিজেকে সাজিয়েছিলেন একেবারে বাঙালি বেশে। তাঁর পরনে ছিল বেগুনি রঙের পঞ্জাবি।

Subhashree Ganguly Viral Photos:

এই বছরের ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন নায়িকা। তার আগে এখনও চুটিয়ে কাজ করছেন তিনি। বর্তমানে জি বাংলার ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনে রয়েছেন শুভশ্রী। জি ফাইভের ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’ (Abar Pralay) -এর মাধ্যমে প্রযোজনায় হাতেখড়ি হয়েছে তাঁর। বলাই বাহুল্য স্বামীর পরিচালনায় তৈরী এই সিরিজেই প্রথমবার প্রযোজনা করলেন তিনি। নিজস্ব প্রযোজনা সংস্থা ‘সিকাবা হাউস’-এর ঘোষণা করেছেন শুভশ্রী গাঙ্গুলী।