Subhashree Ganguly: প্রকাশ্য মঞ্চে বেসুরো গান গেয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, তুমুল ভাইরাল ভিডিও
কালো রঙের হট প্যান্ট ও রাফলড টপ পরা শুভশ্রী হঠাৎ মাইক হাতে গান শুরু করে দিলেন।

Subhashree Ganguly: বাংলা সিনেমা ও ধারাবাহিকের সব কলা কুশলীরাই মাচা অনুষ্ঠান করে থাকে। সেখান থেকেই তারা মূলত একটা মোটা টাকার অংক উপার্জন করেন। মাচা অনুঠন ছাড়া কোনো শিল্পীর পক্ষে জীবন বেশ কষ্টকর হয়ে যায়। তেমনই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly) এই মুহূর্তে প্রচুর মাচা অনুষ্ঠান করে থাকেন। নাচ, গান, আনন্দে এই অনুষ্ঠান গুলি হয়ে ওঠে চমকপ্রদ। অভিনেত্রী যদি সিনেমার কোনো বিশেষ ডায়লগ কিংবা মুহূর্ত অভিনয়ের মাধ্যমে দেখান তাহলে সকলেরই ভালো লাগবে।
কিন্তু একবার ভাবুন তো একজন অভিনেত্রী নাচ কিংবা অভিনয় ছেড়ে যখন গান করেন তখন কেমন লাগে শুনতে। ভিডিওটি চার বছরের পুরানো। সেই সময় সবেমাত্র রাজের সাথে সাতপাকে বাঁধা পড়েছেন শুভশ্রী। একটি কর্পোরেট স্টেজ শোয়ে গান গেয়েছিলেন তিনি। সেই ভিডিও আবারও নতুন করে উঠে এসেছে আলোচনার শীর্ষে। তার বেসুরো গলার গান গুলে নেটিজেনরা ব্যাপক ট্রোল করেছে।
Subhashree Ganguly:
সঞ্চালক শুভশ্রীর নাম ঘোষণার পরই মঞ্চ সেজে উঠল গ্রাফিক্সে। দেখলে মনে হতেই পারে শুভশ্রীর ডান্স পারফরম্যান্স হবে এবার। কালো রঙের হট প্যান্ট ও রাফলড টপ পরা শুভশ্রী হঠাৎ মাইক হাতে গান শুরু করে দিলেন। চিৎকার করে গাইতে শুরু করলেন ‘মন মাঝি রে’। গানের থেকে চিৎকার করেছেন বেশি। এরপর বেশ কয়েকটি গান গাইলেন সব কয়টি যদিও একইরকমের ছিল।
Subhashree Ganguly Viral Video:
আগামী ডিসেম্বর মাসে তাঁর ও পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করবেন। শুভশ্রী এখনও অবধি কাজ করে চলেছেন। বর্তমানে জি বাংলার ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনে রয়েছেন শুভশ্রী। জি ফাইভের ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’ (Abar Pralay) -এর মাধ্যমে প্রযোজনায় হাতেখড়ি হয়েছে তাঁর। বলাই বাহুল্য স্বামীর পরিচালনায় তৈরী এই সিরিজেই প্রথমবার প্রযোজনা করলেন তিনি। নিজস্ব প্রযোজনা সংস্থা ‘সিকাবা হাউস’-এর ঘোষণা করেছেন শুভশ্রী গাঙ্গুলী।