Subhashree Ganguly: ‘সাদা হাতি’ বলে কটাক্ষ! নিন্দুকদের তুড়ি মেরে ছোটপর্দায় নাম লেখালেন শুভশ্রীর দিদি

দীর্ঘ পথ পেরিয়েছেন দেবশ্রী গঙ্গোপাধ্যায় অর্থাৎ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি। দেবশ্রী তার জীবনযাত্রা, সাজ পোশাক দিয়ে সোশ্যাল মিডিয়াতে নজর কেড়েছেন বরাবর।

Subhashree Ganguly: টলিউড সুন্দরীদের মধ্যে অন্যতম অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। তিনি ১০ বছরের বেশি সময় ধরে নিজের জায়গা বাংলা ইন্ডাস্ট্রিতে পাকাপাকিভাবে জমিয়ে নিয়েছেন। শুভশ্রী তার কেরিয়ারের নিরিখে অন্যান্য নায়িকাদের থেকে অনেক বেশি সফল। তার সাথেই অন্যতম কারণ হতে পারেন তার পরিচালক স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। এবার তবে শুভশ্রী ময় তারই দিদি দেবশ্রী গাঙ্গুলী (Debashree Ganguly) চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন। যিনি নিজের কর্ম জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

Subhashree Ganguly:

কর্পোরেট জব (Corporate) থেকে অভিনয়, দীর্ঘ পথ পেরিয়েছেন দেবশ্রী গঙ্গোপাধ্যায় অর্থাৎ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি। দেবশ্রী তার জীবনযাত্রা, সাজ পোশাক দিয়ে সোশ্যাল মিডিয়াতে নজর কেড়েছেন বরাবর। সৌন্দর্যের নিরিখে তিনি শুভশ্রীকেও টেক্কা দিতে পারেন বলে মনে করেন নেটিজেনদের একাংশ। তবে সিনেমার পরে এবার ধারাবাহিকে আসতে প্রস্তুত দেবশ্রী। জানা গেছে খুব শীঘ্রই লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘জল থই থই ভালোবাসা’ সিরিয়ালটিতে দেখা যাবে তাকে।

Subhashree Ganguly:

চ্যানেল কতৃপক্ষ আগেই ধারাবাহিকের ছোট প্রমো সকলের সামনে এনেছিল। দেবশ্রী ছাড়াও এই মেগায় অভিনয় করবেন, অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) এবং চন্দন সেন (Chandan Sen)। এইদিন এক সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকারে দেবশ্রী বলেন, “আমি সত্যিই আশাবাদী। অপরাজিতাদির সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। বহু দিনের ইচ্ছা ছিল। এত দিন ভয় লাগত যে সময় দিতে পারব কি না। কারণ আমার একটা ছোট ব্যবসাও আছে।”

Subhashree Ganguly

রাজর্ষি দে পরিচালিত আবার ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবিতে প্রথমবার অভিনয় করেছিলেন তিনি। ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) সাথে ‘ফাটাফাটি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু তাই নয় আবারো পরিচালক রাজর্ষি দে-র ছবি ‘সাদা রঙের পৃথিবী’-তে অভিনয় করবেন দেবশ্রী এমনটাই কিন্তু খবর আসছে। দু-দুবার পর পর বিবাহ বিচ্ছেদ হয়েছে তাঁর। আর এরপর থেকে ছেলেকে নিয়ে পুরোপুরি ‘সিঙ্গেল’ মাদার লাইফ কাটান তিনি। অভিনয়ের পাশাপাশি করেন ব্যবসা। তবে দিদি যে ধীরে ধীরে বোনকে টেক্কা দিতে প্রস্তুত হচ্ছে তা আলাদা করে বলে দিতে হবে না।