ঠাকুমার হাতের চিতল মাছের মুইঠা খেতে সুদূর মুম্বাই থেকে উড়ে এলেন ‘কপিল শর্মা’ খ্যাত সুমনা চক্রবর্তী, ভাইরাল ভিডিও

বৃদ্ধার সঙ্গে অভিনেত্রী সুমনা চক্রবর্তীকে দেখতে পাওয়া যায়। দুইজনকে একদম বাঙালি সাজে খাওয়াদাওয়ার পাঠ সম্পন্ন করতে দেখা যায়।

সুমনা চক্রবর্তী অভিনয় জগতের এক জনপ্রিয় নাম। এই বাঙালি কন্যা মুম্বাইয়ের বুকে দাপিয়ে অর্থ উপার্জন করছেন। বিভিন্ন জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করার পাশাপাশি তাঁকে কপিল শর্মা শোতেও দেখা যায়। সবমিলিয়ে মুম্বাইয়ের এক পরিচিত মুখ সুমনা। এই অভিনেত্রীকেই সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া গেল।

সম্প্রতি ভিলফুড (Villfood) নামের একটি ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এই ভিডিওটি বীরভূমের বনভিলা গ্রামের বলে দাবি করা হয়েছে। ভিডিওটিতে ৮২ বছর বয়সী এক বৃদ্ধা ও অভিনেত্রী সুমনাকে দেখতে পাওয়া গেছে। দাবি করা হয়েছে বৃদ্ধার নাম হল পুষ্পরানী সরকার (Pushparnai Sarkar)। এই বৃদ্ধার রান্না বিদেশেও চর্চিত। বৃদ্ধার নাতি সুদীপ সরকার ২০১৭ সালে তাঁর ঠাকুমার জন্য ইউটিউব চ্যানেলটি (Youtube Channel) খুলে ছিলেন।

ফুডভিলা চ্যানেলের একটি বিশেষত্ব রয়েছে। এই চ্যানেলের মাধ্যমে হারিয়ে যাওয়া গ্রাম বাংলা ও বাঙালির রান্নাকে খুঁজে পাওয়া যায়। চ্যানেলের শুরুর দিকে বৃদ্ধা একাই রান্না করতেন। তবে বর্তমানে তাঁর সঙ্গে বৌমা কবিতা ও নাত বৌ লিমুকে দেখতে পাওয়া যায়। এই ইউটিউব চ্যানেল থেকে পোস্ট হওয়া এক ভিডিওই সম্প্রতি ভাইরাল হয়ে যেতে দেখা গেল।

ভাইরাল ভিডিওটিতে বৃদ্ধার সঙ্গে অভিনেত্রী সুমনা চক্রবর্তীকে দেখতে পাওয়া যায়। দুইজনকে একদম বাঙালি সাজে খাওয়াদাওয়ার পাঠ সম্পন্ন করতে দেখা যায়। তালিকায় ছিল ভাত, চিতল মাছের মুইঠা, আচার ও মিষ্টি দই। এইসবটাই পরিবেশন করা হয়েছিল কলা পাতার উপরে। আসরে শুধু খাওয়াদাওয়াই হয়নি, হয়েছে জমিয়ে আড্ডাও। সুমনা জানান, তিনি এর আগে চিতল মাছের মুইঠা কখনও খাওয়ার সুযোগ পাননি। এই প্রথমবার সুযোগ পেয়ে, স্বেচ্ছায় সেটা আহাররূপে গ্রহণ করলেন। চিতল মাছের মুইঠার স্বাদ তাঁর কাছে অতুলনীয় মনে হয়েছে। ভিডিওটিতে তাঁকে বাংলা ভাষাতেই বৃদ্ধা ঠাকুমার সঙ্গে কথা বলতে দেখা যায়। এছাড়াও, তিনি ঠাকুমার কাছে মজার ছলে বাংলা গালাগালও শেখেন। সব মিলিয়ে জমজমাট আড্ডার মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে ভিলফুড চ্যানেলের এই ভিডিওর।