ক্যামেরার সামনে হারিয়ানভি গানে উদ্দাম নাচ করলেন সুনিতা বিবি, ভাইরাল ভিডিও দেখে ঘাম ছুটছে নেটিজেনদের
বিশিষ্ট সালোয়ার কামিজ পরে মঞ্চে দাঁড়িয়ে জনপ্রিয় গানে নাচ করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় 'চুন্নি মে' (Chunni Mein) গান এবং সেই গানেতেই দুর্দান্ত এনার্জি সহকারে নেচে নেটিজেনদের তাক লাগিয়ে দিলেন সুনিতা বেবি।

আবারও খবরের শিরোনামে সুনিতা বেবির নাম। সোশ্যাল মিডিয়ার যুগে বহু যুবতীর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়। কেউ নৃত্যে প্রশিক্ষণ নিয়ে নৃত্য পরিবেশন করতে নামেন, আবার কেউ প্রশিক্ষণ না নিয়েই শুধুমাত্র দেখে অভ্যাস করে নাচ প্রদর্শন করতে শুরু করেন। তরুণীর নাচের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়া ব্যবহাকারীদের পছন্দ হয়ে গেলেই হল, ব্যাস! মন্তব্য ও প্রতিক্রিয়ার জেরে যে কোনো সময়েই ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে ভিডিওগুলি।
কোনো নৃত্য প্রদর্শনকারীকে জনপ্রিয় লোকগীতি গানের সাহায্য নিতে দেখা যায়। আবার কাউকে বাংলা সিনেমার গান ব্যবহার করতে দেখা যায়। কেউ বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি গানেতে নৃত্য পরিবেশন করেন, আবার কেউ ভোজপুরী গানে নাচ করে থাকেন। গানের ভাষা যাই হোক না কেন, দর্শকদের নাচ পছন্দ হলেই সেই নাচের ভিডিও ভাইরাল হয়ে যেতে দেখা যায়।
সম্প্রতি এমনই এক হরিয়ানভি গানে ডান্স করে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেললেন সুনিতা বেবি। তাঁকে মূলত চওড়া নেকলাইন বিশিষ্ট সালোয়ার কামিজ পরে মঞ্চে দাঁড়িয়ে জনপ্রিয় গানে নাচ করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘চুন্নি মে’ (Chunni Mein) গান এবং সেই গানেতেই দুর্দান্ত এনার্জি সহকারে নেচে নেটিজেনদের তাক লাগিয়ে দিলেন সুনিতা বেবি। তাঁর পরণে ছিল উজ্জ্বল গোলাপি রঙের সালোয়ার কামিজ এবং চুল পরিপাটি করে বিনুনি করা ছিল। কামিজের নেক লাইন ব্রড হওয়ায় তাঁর বক্ষ বিভাজিকা ছিল উন্মুক্ত।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘সোনোটেক ডিজে সং'(Sonotek DJ Song) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি ২১ হাজার মানুষ দেখে ফেলেছেন এবং শয়ে শয়ে মানুষ পছন্দ করেছেন।