শাড়ি পরে গুটি গুটি পায়ে ‘ফাগুনের মোহনায়’ গানে দুর্দান্ত নাচ খুদে কন্যার, ভাইরাল ভিডিও

ছোট্ট ছোট্ট হাতে মিষ্টি মিষ্টি ভঙ্গিমায় খুবই সুন্দরভাবে ছোট্ট পরীটিকে জনপ্রিয় বাংলা গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়া আজকাল সবার হাতের মুঠোয় চলে এসেছে। আট থেকে আশি সবাই আজকাল সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে শুরু করেছে। পড়াশোনা থেকে বিনোদন সবকিছুই ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বিভিন্ন মজাদার কাণ্ড, সাম্প্রতিক খবর জানতে পারা যায়। মাত্র এক ক্লিকেই পৌঁছে যাওয়া সম্ভব হয় খবর ও মনোরঞ্জনের অজানা জগতে।

এই সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে ছোট্ট খুদে থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক প্রতিভাধারী ব্যক্তিদের প্রতিভা সারা বিশ্বে ছড়িয়ে পড়তে দেখা যায়। সোশ্যাল মিডিয়ার কারণেই ভাষার বেড়াজাল পেরিয়ে ভৌগোলিক সীমানা পার করে শিল্পীদের প্রতিভা সুদূর প্রান্তে অবস্থিত মানুষের মুঠোফোনে পৌঁছে যাওয়ার সুযোগ পেয়েছে। কারোর নাচ, কারোর গান, কারোর অঙ্কন সবকিছুই আজকাল অজানা সুদূর বিদেশেও ভাইরাল হওয়ার সুযোগ পেয়েছে।

সম্প্রতি এক খুদে কন্যার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে এক খুদে ওস্তাদকে হলুদ রঙের শাড়ি ও লাল রঙের ব্লাউজ পরিহিত অবস্থায় জনপ্রিয় বাংলা গানে নাচ করতে দেখা গেছে। খুদের বয়স হয়তো ৩-৪ বছরের বেশি হবে না। ছোট্ট ছোট্ট হাতে মিষ্টি মিষ্টি ভঙ্গিমায় খুবই সুন্দরভাবে ছোট্ট পরীটিকে জনপ্রিয় বাংলা গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘ফাগুনেরও মোহনায়’ (Fagunero Mohonay) গান এবং এই গানেতেই বড়োদের মতো শাড়ি পরে মিষ্টি খুদেকে দক্ষ শিল্পীদের মতো নাচ করতে দেখা যায়।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘শিদূর’ (Shidur) নামও এক ফেসবুক প্রোফাইল থেকে। ভিডিওটি বহু মানুষ দেখে ফেলেছেন এবং অসংখ্য মানুষ পছন্দ করেছেন।