স্কুলের প্রেম, তারপর বিচ্ছেদ! সিনেমার গল্পকেও হার মানাবে রুবেল-শ্বেতার প্রেমকাহিনী
অভিনয়ের সূত্রে দুজনের সম্পর্ক তৈরি হলেও অনেক আগে থেকেই বন্ধুত্বের সম্পর্ক ছিল তাঁদের। প্রথম ক্লাস সেভেনে আলাপ হয় তাঁদের।

বাংলা টেলিভিশন জগতে একাধিক লাভ বার্ডস রয়েছে। সেরকমই বঙ্গ টেলিভিশন জগতের একজন অন্যতম জনপ্রিয় লাভবার্ডস হলেন অভিনেতা রুবেল দাস (Rubel Das) ও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। যেখানে গ্ল্যামার জগতে দুদিন পরপরই বিচ্ছেদের ঘটনা শোনা যায় সেখানে বহু বছর যাবত একসাথে রয়েছেন এই দুই তারকা। জি বাংলায় সম্প্রচারিত একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’-তে একসাথে অভিনয় করেছিলেন দুজনে। আর সেখান থেকেই দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়।
তবে অনেকে মনে করেন যে হয়তো এই ধারাবাহিক থেকেই শুরু হয় তাঁদের লাভ স্টোরি। তবে আসলে এমনটা নয়। কারণ খুব ছোটবেলা থেকেই একে অপরকে চিনতেন তারা। এই দুই তারকা কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি করেননি। বরাবর তা আলোচনা করেছেন খোলামেলা। তবে দুজনের প্রথম আলাপ কিভাবে হয়েছিল তা হয়তো অনেকেরই জানা নেই। ‘যমুনা ঢাকি’-তে অভিনয়ের সূত্রে দুজনের সম্পর্ক তৈরি হলেও অনেক আগে থেকেই বন্ধুত্বের সম্পর্ক ছিল তাঁদের। প্রথম ক্লাস সেভেনে আলাপ হয় তাঁদের।
যখন দুজনেই স্কুলে পড়তেন তখন থেকে বন্ধুত্ব তাঁদের। এরপর একসাথে একই নাচের স্কুলে ভর্তি হন দুজনেই। তবে সে সময় তাঁদের মধ্যে কেবলমাত্র বন্ধুত্বের সম্পর্ক ছিল। এরপর রুবেল নাচের প্রশিক্ষণ নিতে চলে যান মুম্বাইতে। পাশাপাশি অভিনেত্রী শ্বেতাও ব্যস্ত হয়ে পরেন নিজের পড়াশোনা নিয়ে। যার কারণে দুই বন্ধুর মধ্যে তৈরি হয় সাময়িক দুরত্ব। তারপর অন্য একজনের সাথে সম্পর্কে জড়ান অভিনেত্রী। তবে সিরিয়ালে অভিনয় চলাকালীন সেই সম্পর্ক ভেঙ্গে যায় তাঁর। এরপরই অভিনেত্রীকে প্রপোজ করেন রুবেল।
যদিও প্রথমে রুবেলের প্রস্তাব গ্রহণ করেননি অভিনেত্রী। বরং চান কিছুটা সময়। কারণ পুরোনো সম্পর্কের কারণে তাঁর অভিজ্ঞতা ছিল অত্যন্ত তিক্ত। যার কারণে নতুন সম্পর্ক নিয়ে কোনোরকম সিদ্ধান্ত নিতে পারছিলেন না তিনি। তাঁর নতুন সম্পর্কও যদি ভেঙে যায় সে নিয়ে সংসয় ছিল অভিনেত্রীর মনে। পরে অবশ্য অভিনেতার প্রপোজাল গ্রহণ করেন তিনি। এমনকি বর্তমানে দুজনের পরিবারেরও সেই সম্পর্কে সম্মতি রয়েছে। মাঝে মাঝেই তাঁদের পরিবারের সাথে বিভিন্ন ছবি শেয়ার করেন দুজনেই। এমনকি ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে যে খুব শীঘ্রই দুজনকে বিবাহের আসরে দেখা যাবে।