অবিকল মানুষের মতো কথা বলে তাক লাগাল বিরল প্রজাতির টিয়া, ভাইরাল ভিডিও

একটি 'গ্রে প্যারট' (Grey Parrot)-কে। আমরা সাধারণত জানি যে টিয়া পাখিরা মানুষের মত কথা বলতে পারে। তবে এবার এই টিয়া পাখিটিকে দেখা গেল মানুষের মতো স্বর নকল করে নিজের পরিচয় দিতে।

বর্তমান যুগ নিঃসন্দেহে সোশ্যাল মিডিয়ার যুগ। আর এই ডিজিটাল যুগে কোনো কিছুই অস্বাভাবিক নয়। বর্তমানে এমন কোনো মানুষ নেই যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে অবগত নয় অথবা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নয়। বর্তমানে মানুষের জীবনের প্রতিটি মুহূর্তের সাথে জড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। আর এই সোশ্যাল মিডিয়া মানেই একটি ভাইরাল টপিক। যেখানে প্রতিনিয়তই ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন ধরনের নিত্যনতুন ভিডিও। চোখে পরছে মানুষের পাশাপাশি বিভিন্ন পশুপাখিদেরও ভিডিও।

সোশ্যাল মিডিয়ার পর্দায় বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। যেগুলোর মধ্যে কোনো কোনো ভিডিও হয় খুবই বিস্ময়কর, আবার কোনো কোনোটা হয় অত্যন্ত ভয়ের। আর প্রায় সব ধরনের ভিডিওই নেটিজেনরা সাদরে গ্রহণ করে নেয়। সোশ্যাল মিডিয়ায় একদিকে যেমন বিভিন্ন মানুষ নিজেদের প্রতিভা প্রকাশ করে সকলের মনে জায়গা করে নিচ্ছে ঠিক সেরকমই এদিক থেকে পিছিয়ে নেই বিভিন্ন পশু-পাখিরাও। ‌পশুপাখিরা কখনো কখনো এমন ধরনের ব্যতিক্রম আচরণ করে যা দেখলে রীতিমতো তাক লাগার জোগাড় হয় সকলের।

আর এধরনের ভিডিও মাঝে মাঝেই ভাইরাল হয়ে থাকে সোশ্যাল মিডিয়ার পর্দায়। এমনকি একশ্রেণীর মানুষ সোশ্যাল মিডিয়া খুললেই এই ভিডিওগুলো প্রথমে খোঁজেন। সম্প্রতি নেট দুনিয়ায় সেরকমই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি টিয়া পাখির অদ্ভুত কীর্তিকলাপ। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ‘গ্রে প্যারট’ (Grey Parrot)-কে। আমরা সাধারণত জানি যে টিয়া পাখিরা মানুষের মত কথা বলতে পারে। তবে এবার এই টিয়া পাখিটিকে দেখা গেল মানুষের মতো স্বর নকল করে নিজের পরিচয় দিতে।

এক ব্যক্তি পাখিটির সামনে মাইক ধরে তাঁর পরিচয় দিতে বললে পাখিটি বলে ‘আই অ্যাম এ স্টার’ (I am a star) অর্থাৎ নিজেকে তারকা বলে সম্বোধন করছে পাখিটি‌। প্রায় বছর চারেক আগে ‘ভিওএ নিউজ’ (VOA News) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় টিয়াপাখির এই ভিডিওটি। যা বর্তমানে পৌঁছে গেছে প্রায় ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ মানুষের কাছে। ভিডিওটি থেকে জানতে পারা যায় যে টিয়াপাখিটির বয়স প্রায় ৩০ বছরের কাছাকাছি।