ঘুমন্ত মহিলার গা বেয়ে উঠে এল বিশালাকার কোবরা সাপ, ভিডিও দেখে শিউরে উঠেছে নেটিজেনরা

অবাক করার ব্যাপার হল সাপটিকে মহিলার কোনো ক্ষতি করতে দেখা যায়নি। দাবি করা হয়েছে, উক্ত সাপটি মহিলার পোষ্য সাপও নয়।

সোশ্যাল মিডিয়া বিনোদন প্রদানের এক গুরুত্বপূর্ণ মাধ্যমে পরিণত হয়েছে। নানান রকমের ঘটনা, নানান রকমের খবর মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন রকমের ভিডিও দেখার মাধ্যমে খুব সহজে অবসর সময়ও অতিবাহিত করা যায়। বহু ভিডিও আবার ভাইরালও হতে দেখা যায়। মূলত যখন কোনো ভিডিও বহু মানুষের টাইমলাইনে মোটামুটি একসঙ্গে দেখা যায় বা চর্চার বিষয় হয়ে ওঠে, তখনই তা ভাইরাল ভিডিওর তকমা পায়।

ভাইরাল ভিডিওর তালিকায় শিশুদের কিউট ভিডিও বা প্রাপ্ত বয়স্ক মানুষদের হাসির ভিডিওর পাশাপাশি সাপের ভিডিও (Snake Viral Video) দেখতে পাওয়া যায়। সাপের ভিডিওগুলো কারোর মনে রোমাঞ্চের সৃষ্টি করে, আবার কারোর মনে আতঙ্কের আবহাওয়া তৈরি করে। এর মধ্যে বেশ কিছু হাড়হিম ভিডিও থাকে যেগুলো ভিডিওরূপে না দেখলে হয়তো বিশ্বাস করাই সম্ভব হতো না।

ভিডিওটি দেখে কার্যত শিউরে উঠেছেন নেটিজেনরা। ভিডিওটিতে মূলত এক শায়িত মহিলার শরীরের উপরে একটি সাপকে বসে থাকতে দেখা যায়। উক্ত ভিডিওতে খোলা পরিবেশে সবুজ পাতাযুক্ত গাছগাছালির মাঝে এক খাটিয়াতে এক মহিলাকে হলুদ শাড়ি ও গোলাপি ব্লাউজ পরিহিত অবস্থায় শুয়ে থাকতে দেখা যায়। সেই শায়িত মহিলার কোমরের উপরে এক সাপকে ফণা তুলে শূন্যে শরীর ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

অবাক করার ব্যাপার হল সাপটিকে মহিলার কোনো ক্ষতি করতে দেখা যায়নি। দাবি করা হয়েছে, উক্ত সাপটি মহিলার পোষ্য সাপও নয়। এই অবস্থায় সাপের ওই আচরণ দেখে পুরো অবাক নেটদুনিয়া। এই বিষয়ে অনেকেরই দাবি মহিলা যেহেতু শুয়ে ছিলেন এবং তিনি চিৎকার করেননি বা প্রতিক্রিয়া দেননি, তাই সাপটি মহিলার কোনো ক্ষতি করেনি। ‘সুশান্ত নন্দ’ (Susanta Nanda) নামক এক টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা এই ভিডিও বর্তমানে আলোচনার বিষয়ে পরিণত হতে দেখা গেল।