জুতোর ভিতরে লুকিয়ে বসে আছে এক বিষধর গোখরো সাপ, ভাইরাল ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের
মাটির বাড়িতে উক্ত সাপ উদ্ধারকারী ব্যক্তি সাপ খুঁজতে শুধু করলে তিনি সবশেষে সাপটিকে জুতোর মধ্যে থেকে খুঁজে পান।

মনোরঞ্জনের এক দারুণ মাধ্যম হিসেবে ধরা দিয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। বিভিন্ন রকমের ভিডিওর সমাহার সোশ্যাল মিডিয়া। আনন্দ, বিরহ, মজাদার, দুঃখদায়ক সমস্ত রকমের ভিডিও দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। পশুপাখি থেকে শুরু করে সাধারণ মানুষ, শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মানুষ সবকিছুরই বসবাস সোশ্যাল মিডিয়ায়। বিনোদনমূলক ভিডিওর মাঝে পশুপাখি তথা জীবজন্তুর ভিডিও ভালোই ভাইরাল হতে দেখা যায়।
এই জীবজন্তুদের ভিডিওর মাঝে সোশ্যাল মিডিয়ায় সাপের ভিডিও উল্লেখযোগ্য সংখ্যায় থাকতে দেখা যায়। সাপের ভিডিওগুলো যেমন রোমাঞ্চের আবহ তৈরি করে, তেমনই আতঙ্কেরও সৃষ্টি করে। কোনো ভিডিওতে জলজ্যান্ত সাপের উদ্ধার হওয়ার ভিডিও দেখতে পাওয়া যায়, কোনোটাতে আবার সাপ ও বেজির লড়াই দেখতে পাওয়া যায়। কিছু ভিডিওতে আবার সাপের শিকার করার দৃশ্য ক্যামেরাবন্দি হতে দেখা যায়। ভিডিওর প্রকৃতি যাই হোক না কেন, শুধুমাত্র ভিডিওর মাধ্যমেই আজও সাধারণ মানুষের মনে ত্রাসের সঞ্চার সৃষ্টি করতে সক্ষম সাপ।
সাপের জগতে অন্যতম বিষধর সাপ হল গোখরা সাপ। সম্প্রতি এই সাপেরই ভিডিও ভাইরাল হতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। ইংরেজিতে গোখরা সাপ ‘স্পেকটেকল্ড কোবরা’ (Spectacled Cobra) নামে পরিচিত। এই সাপের বিজ্ঞানসম্মত নাম হল ‘নাজা নাজা’ (Naja Naja)। এই সাপটিকে খুব সহজেই চেনা যেতে পারে। কারণ, একমাত্র এই সাপের মাথার ঠিক পিছনদিকেই ডাঁটিবিহীন চশমার মতো নকশা দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের পশ্চিমভাগে আবার এই সাপ স্থানীয়ভাবে ‘খারিস’ নামেও পরিচিত।
গোখরো সাপের ভিডিওটির শুরুর দিকে জানানো হয় যে, দীপঙ্কর সরকার নামক এক ব্যক্তি রাত ১২টা নাগাদ হঠাৎই এক সাপ উদ্ধারকারী ব্যক্তিকে ফোন করে ডাকে। প্রশিক্ষিত সর্প বিশারদ দেরি না করে তৎক্ষণাৎ পৌঁছে যান দীপঙ্করের বাড়িতে। সংশ্লিষ্ট ব্যক্তির মাটির বাড়িতে উক্ত সাপ উদ্ধারকারী ব্যক্তি সাপ খুঁজতে শুধু করলে তিনি সবশেষে সাপটিকে জুতোর মধ্যে থেকে খুঁজে পান। সাপটিকে কুণ্ডলী পাকিয়ে জুতোর মধ্যে বসে থাকতে দেখা যায়। উক্ত সর্প বিশারদ খুবই সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন ও প্লাস্টিকের কৌটোতে ভরে নেন। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার হয়েছে। বহু মানুষ এই ভিডিওটি দেখে ফেলেছেন এবং অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করেছেন।