হুবহু মানুষের মতো নিজের হাতে রান্না করছে বাঁদর, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

একটি বাঁদর অবিকল মানুষের মতো রান্না ঘরে ঢুকে ভাত ও তরকারি রান্না করছে।

নিঃসন্দেহে বর্তমানে সোশ্যাল মিডিয়া প্রতিটি মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পরেছে। বর্তমান যুগের মানুষ এক মুহূর্ত সোশ্যাল মিডিয়া ছাড়া অচল। আর সোশ্যাল মিডিয়া মানেই বিভিন্ন ধরনের অদ্ভুত ভিডিওর সমাহার। এর মাধ্যমে মানুষ প্রতিনিয়তই সম্মুখীন হচ্ছে বিশ্বের বিভিন্ন বিরলতম দৃশ্যের। কেবলমাত্র একটি স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ মানুষকে নিমেষের মধ্যে ঘুরিয়ে আনছে গোটা বিশ্ব থেকে। এখানে মানুষের পাশাপাশি প্রতিনিয়তই নজর কাড়ছে বিভিন্ন পশুপাখিরাও। এমনকি বিভিন্ন পশুপাখিদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় একশ্রেণীর মানুষের প্রথম পছন্দের একটি টপিক।

সাপ থেকে শুরু করে গৃহপালিত ও বন্য বিভিন্ন পশুপাখিদের কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই ঘুরপাক খাচ্ছে। আর সেগুলো দেখতে রীতিমত ঝাঁপিয়ে পড়ছেন প্রতিটি মানুষ। এমনকি এগুলোর মাধ্যমে রোজগারও করছেন একাধিক মানুষ। সম্প্রতি সেরকমই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠে এলো দুটো প্রশিক্ষণপ্রাপ্ত বাঁদরের একটি নজরকাড়া ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এর আগেও বহুবার এ ধরনের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। তবে এবারের এই ভিডিওটি একটু অন্য ধরনের।

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বাঁদর অবিকল মানুষের মতো রান্না ঘরে ঢুকে ভাত ও তরকারি রান্না করছে। তবে সে শুধুমাত্র নিজের জন্য রান্না করছে না। কারণ ভিডিওটিতে দেখা যাচ্ছে রান্না করে নিজে খাওয়ার পাশাপাশি সে খেতে দিচ্ছে তার বাড়ির আরেক পোষ্য একটি কুকুরকে। ভিডিওটিতে বাঁদরটির পরনে রয়েছে একটি লাল রঙের টিশার্ট ও সাথে সাদা রঙের একটি প্যান্ট। ভিডিওটিতে বাঁদরটিকে কৌটো থেকে চাল বার করে ভাত সেদ্ধ করতে ও বাঁধাকপি সেদ্ধ করতে দেখা যাচ্ছে।

সম্প্রতি বাঁদরের রান্না করার এই ভিডিওটি ‘ফানি অ্যানিমেলস আবু’ ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়। যা বর্তমানে ছড়িয়ে পরেছে গোটা নেট দুনিয়া জুড়ে। ভিডিওটি যথেষ্ট পুরোনো হলেও তা নতুন করে প্রকাশ্যে আসতে আবার ভাইরাল হয়ে উঠেছে সমস্ত নেট দুনিয়া জুড়ে। বর্তমানে প্রায় কয়েক লক্ষ মানুষ এই ভিডিওটিতে দেখে ফেলেছেন। ‌পাশাপাশি ভিডিওটিকে পছন্দের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় কয়েক হাজারের বেশি। এছাড়াও ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে বাঁদরটির তুমুল প্রশংসা করেছেন একাধিক মানুষ।