বাড়িতে মানিপ্লান্ট রাখলেই হবে না, আর্থিক সমৃদ্ধি পেতে মেনে চলুন এই ৫টি টিপস

মানিপ্ল্যান্ট গাছকে এমন জায়গায় লাগাতে হবে যেখানে সেটি নিচের থেকে উপরের দিকে যাবে।

বহু মানুষই বাড়িতে গাছ লাগাতে পছন্দ করেন। মানুষ হিসাবে পছন্দ ভিন্ন। আর তাই হয়তো কেউ গোলাপ-জবা ফুল গাছ লাগান, তো কেউ অ্যালোভেরা-মানিপ্ল্যান্ট পাতাযুক্ত গাছ। সাধারণত বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য এইগাছগুলো লাগানো হয়। তবে বাস্তুবিদদের মতে এই গাছগুলোর উপস্থিতির প্রভাব বাড়ির সদস্যদের জীবনেও পড়ে। কিছু নিয়মনীতি মেনে গাছ বাড়িতে লাগাতে হয়। নইলে হিতের বিপরীত ঘটতে পারে। এই প্রতিবেদনে মানিপ্ল্যান্ট গাছকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হল।

মানিপ্ল্যান্ট গাছের যত্ন নেবেন কীভাবে?
১. মানিপ্ল্যান্ট গাছকে এমন জায়গায় লাগাতে হবে যেখানে সেটি নিচের থেকে উপরের দিকে যাবে। লক্ষ্য রাখতে হবে যে, এটি যেন উপরের দিক থেকে নিচের দিকে না যায়। অর্থাৎ এই গাছকে বারান্দায় ঝুলিয়ে রাখা যাবে না। কারণ এক্ষেত্রে গাছটিকে উপর থেকে নিচে বেয়ে আসতে দেখা যাবে। এর পরিবর্তে ঘরের ভেতরে বা বাইরে মাটিতে অবস্থিত গাছটিকে দড়ি জাতীয় বস্তুর সঙ্গে বেঁধে দিতে হবে। এতকিছুর পরেও কোনোক্রমে কখনও যদি গাছটিকে নিচের দিকে বেয়ে যেতে দেখা যায়, সেক্ষেত্রেও বেঁধে উপরের দিকে করে দিতে হবে। বাস্তুবিদদের মতে, এমনটা করলে বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি ঘটবে।

২. মানিপ্ল্যান্ট গাছের সবুজ পাতাগুলো সৌন্দর্য একদম চোখ জুড়ানোর মতো। এই গাছের পাতাগুলো শুধুমাত্র চোখকেই শান্তি দেয় না, মানুষের শরীর ও মন উভয়কেই শান্তি প্রদান করতে সক্ষম। লক্ষ্য রাখতে হবে যে, এই গাছের পাতা যেন হলুদ না হয়ে যায়। হলুদ পাতাযুক্ত মানিপ্ল্যান্ট গাছ বাড়িতে রাখা যাবে না। একইসঙ্গে মাঝে মধ্যে মানিপ্ল্যান্ট গাছের পাতাও ছেঁটে দিতে হবে। এই পদক্ষেপগুলো না নিলে বাড়ির সদস্যদের ক্ষতির মুখে পড়তে হতে পারে।

৩. অনেক সময়েই পাড়াপড়শীর কাছ থেকে গাছ নিয়ে এসে বাড়িতে লাগানো হয়। অন্যান্য গাছের ক্ষেত্রে করা গেলেও মানিপ্ল্যান্টের ক্ষেত্রে এটি করা যাবে না। এই গাছকে যেহেতু মা লক্ষ্মী হিসেবে মান্যতা দেওয়া হয়, তাই অন্যের অধিকার থেকে এই গাছ কেড়ে নিয়ে এলে বাড়ির সদস্যদের আর্থিক বৃদ্ধি প্রভাবিত হতে পারে। নার্সারি থেকে এই গাছ কিনে আনলে বাড়ির সদস্যদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে পারে।

৪. এই গাছকে সরাসরি মাটির উপরে রোপণ করা যায় না। এক্ষেত্রে কোনো বড়ো টবের উপরে বা কাঁচের বোতলের মধ্যে মানিপ্ল্যান্ট রোপণ করা উচিত। এটি বাড়ির সদস্যদের মানসিক স্বাস্থ্য ভালো রাখবে।

৫. নোংরা আবর্জনাযুক্ত স্থানে মানিপ্ল্যান্ট গাছ পুঁতলে চলবে না। এই গাছ বাড়ির অন্দরে পরিষ্কার স্থানে রোপণ করতে হবে। বাড়ির বাইরে বা বাউন্ডারি ওয়ালের মতো স্থানে মানিপ্ল্যান্ট গাছ লাগানো যাবে না।

[Disclaimer: এই প্রতিবেদনটি মূলত বাস্তু বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে রচিত। উল্লিখিত পদক্ষেপগুলোর ফল ব্যক্তিবিশেষে ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।]