Bollywood: ভারতে নিষিদ্ধ হওয়া ৫টি সিনেমা
ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি গুলোর মধ্যে সবচেয়ে বিতর্কিত একটি সিনেমা ইন্ডাস্ট্রি হলো বলিউড।

ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি গুলোর মধ্যে সবচেয়ে বিতর্কিত একটি সিনেমা ইন্ডাস্ট্রি হলো বলিউড। একসময় যেই হিমাংশু রাই (Himangshu Rai) ও দেবিকা রানী (Devika Rani) বিতর্কের সূত্রপাত ঘটিয়েছিল তা আজও অব্যাহত রয়ে গিয়েছে। তবে সেসময় ইন্টারনেটের দৌরাত্ম না থাকায় কেউ বয়কট করেনি দেবিকা রানী অভিনীত সিনেমা ‘কর্মা’-কে। ১৯৩৪ সালে মুক্তি পেয়েছিল এই সিনেমাটি। যেখানে একটি লিপলক কিস করতে দেখা গিয়েছিল অভিনেত্রী দীপিকাকে। তবে ইদানিং সময়ে সিনেমা বহিষ্কার ও বয়কট যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।
তবে এমন বহু হিন্দি সিনেমা রয়েছে যেগুলো একসময় সরকারের তরফ থেকে ব্যান করা হয়েছিল। যেগুলোর মধ্যে বেশ কয়েকটি আইকনিক সিনেমাও রয়েছে। যার কারণ সামাজিক সমস্যা পুরুষ অবলীলায় তুলে ধরতে পারেন। তবে মেয়েদের জন্য তা নিষিদ্ধ। সীমা বিশ্বাস (Sima Biswas) অভিনীত ‘ব্যান্ডিট কুইন’ ব্যান হওয়ার পর এমনই প্রশ্ন উঠেছিল। এই সিনেমাটি ছিল ফুলন দেবীর বায়োপিক। দলিত মেয়ে ফুলনকে যেভাবে নিশংসতার সাথে ধর্ষণ করা হয়েছিল উচ্চবর্ণের মানুষের দ্বারা তাই তুলে ধরা হয় এই সিনেমাটির মাধ্যমে।
সমাজের উচ্চস্তরের মানুষের প্রতিনিয়ত অত্যাচারের ফলে একসময় নিজের একটি দল গঠন করেন ফুলন। পরিচিতি পান দস্যুরানি হিসেবে। তবে পরে অবশ্য তিনি আত্মসমর্পণ করেছিলেন সরকারের কাছে। আর তাঁর জীবনের খুঁটিনাটি সমস্ত ঘটনাই তুলে ধরা হয়েছিল ‘ব্যান্ডিট কুইন’ সিনেমাটির মাধ্যমে। এই সিনেমার ফুলনের একটি নগ্ন অবস্থার দৃশ্য ছিল। যার কারণে গোটা দেশজুড়ে বয়কটের ডাক ওঠে এই সিনেমাটির। এই দৃশ্যের গুরুত্ব না বুঝেই দৃশ্যটিকে সেন্সরড করা হয়।
তবে সিনেমাটির এই দৃশ্যের কারণে সিনেমাটিকে ব্যান করা হলেও তা ছিল সীমিত সময়ের জন্য। এরপর এই সিনেমাটিকে দেখানো হয় টিভি চ্যানেলেও। এমনকি এটি স্থান পেয়েছে ওটিটি প্লাটফর্মেও। ১৯৯৬ সালের মুক্তিপ্রাপ্ত দীপা মেহতা (Deepa Mehta) পরিচালিত সিনেমা ‘ফায়ার’ কার্যত আগুন জ্বালিয়ে দিয়েছিল গোটা দেশে। নারীর সমকামিতা নিয়ে তৈরি হয়েছিল এই সিনেমাটি। যার কারণে মহারাষ্ট্রে বিক্ষোভ শুরু করে রাজনৈতিক দল শিবসেনা। যার কারণে সেন্সর বোর্ড সিনেমাটিকে সে সময় নিষিদ্ধ করলেও বর্তমানে ওটিটিতে দেখা যাবে এই সিনেমাটি।
১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত আরও একটি সিনেমা ‘কামসূত্র: দ্য টেল অফ লাভ’ সিনেমাটি তৈরি হয়েছিল ষোড়শ শতকের ভারতে গণিকা হয়ে ওঠার কাহিনী নিয়ে। যেটার পরিচালনা করেছিলেন পরিচালক মীরা নায়ার (Mira Nair)। যেখানে অভিনয় করেছিলেন অভিনেত্রী রেখা (Rekha)। তবে সিনেমাটি দর্শকদের কাছে প্রশংসিত হলেও সেন্সর বোর্ড অত্যন্ত অশ্লীল ফিল্ম হিসেবে সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়াও ২০০৫ সালে নির্মিত ‘পারজানিয়া’ সিনেমাটিকেও একসময় ব্যান করা হয় গুজরাটে। যেটি তৈরি হয়েছিল ২০০২ সালে গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে।