বাড়িতে ২ টাকার এই পুরোনো নোট থাকলেই হতে পারেন লাখপতি! কিভাবে জানুন বিশদে

২ টাকার গোলাপি রঙের নোট বিরল। আর তাই বাড়িতে বসে থেকেই এই বিরল নোটকে বিক্রি করে হাজার হাজার টাকা উপার্জন করা যেতে পারে।

টাকার বদলেও টাকা উপার্জন করা যায়। তবে সেই নোট বা কয়েনকে অবশ্যই পুরোনো হতে হয়। সঠিক কৌশল জানলে বাড়ির ভেতরে থেকেই পুরোনো নোট বিক্রি করে খুব সহজে টাকা উপার্জন করা যেতে পারে।

এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে ২ টাকার নোটকে নিয়ে। কীভাবে এই ২ টাকার নোটকে বিক্রি করে টাকা উপার্জন করা সম্ভব। তা নিম্নে ধাপে ধাপে বর্ণনা করা হল।

২ টাকার নোটে টাকা উপার্জন করবেন কীভাবে?

২ টাকার গোলাপি রঙের নোট বিরল। আর তাই
বাড়িতে বসে থেকেই এই বিরল নোটকে বিক্রি করে হাজার হাজার টাকা উপার্জন করা যেতে পারে। এই নোটে যদি ১১১, ৭৮৬, ৩৩৩, ২২২, ৫৫৫, ৪৪৪, ৭৭৭, ৬৬৬, ৯৯৯ ও ৮৮৮-এর মতো নম্বর লেখা থাকে, তাহলে তো আরওই চড়া দামে বিক্রি করা যাবে নোটগুলোকে। এর দৌলতে কোটিপতিও হয়ে যেতে পারেন বিক্রেতারা।

কীভাবে বিক্রি করবেন?

১. প্রথমে আপনাকে ঠিক করতে হবে, আপনি সত্যিই বিক্রি করতে চান কিনা।
২. বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে নিলে আপনাকে যেতে হবে কিছু অনলাইন ওয়েবসাইটে।
৩. কয়েন বা নোট বিক্রি করার জন্য একাধিক ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে ‘কয়েন বাজার’ (Coin Bazaar) বা ‘ই-বে’ (eBay) অন্যতম।
৪. উক্ত ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই অ্যাকাউন্টটি তৈরি হবে মুলত ‘সেলার অ্যাকাউন্ট’ (Seller Account) তথা বিক্রেতা হিসাবে।
৫. এরপরে আপনার কাছে উপস্থিত থাকা ২ টাকার নোটটির একটি উন্নত মানের ছবি তুলতে হবে। ছবি যত পরিষ্কার ও হাই কোয়ালিটির হবে ততই ভালো। কারণ, উন্নত মানের পরিষ্কার ছবি ইচ্ছুক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে।
৬. নোটটির ভালো মানের ছবি তুলে নেওয়া হয়ে গেলে সেই ছবি ওয়েবসাইটগুলোতে আপলোড করতে দিতে হবে।
৭. নোটগুলোর ফটো ইচ্ছুক ক্রেতাদের চোখের সামনে পড়লেই তাঁরা নোট কেনার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন।
৮. এই অবস্থায় নিজের ইচ্ছে মতো টাকায় বিক্রি করে মোটা টাকা উপার্জন করতে পারা যাবে।