ছোট মাছ দিয়ে দুর্দান্ত কায়দায় বড় মাছ শিকার করল এই পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

এই পাখির ঠোঁট অত্যন্ত লম্বা ও ধারালো হয়। যার কারণে কোনো মাছ এদের চোখে পরলে তার বাচা প্রায় অসম্ভব হয়ে পরে।

গোটা পৃথিবী জুড়ে এমন বহু পাখি রয়েছে যারা মাছ শিকার করে খায়। আর এদের মাছ শিকারের ধরন অন্যান্য পাখিদের চাইতে অনেকটাই আলাদা। এ ধরনের মাছ খেকো পাখিরা সারাদিন আকাশে ও গাছের ডালে ঘোরাঘুরি করে ও যখনই তাদের নজর পরে জলাশয়ের মাছের ওপর তখনই তারা মাছটাকে শিকার করে নেয়। এ ধরনের পাখিদের নজর ও চতুরতা অত্যন্ত তীক্ষ্ণ। যা হার মানিয়ে দেবে অন্য সমস্ত প্রাণীদেরও। সেরকমই মাছ শিকার করা একটি প্রাণী হল মাছরাঙ্গা। মূলত মাছ শিকারের জন্যই এই পাখির নাম হয়েছে মাছরাঙ্গা।

মাছরাঙ্গা পাখি যখনি সুযোগ পায় তখনই সে মাছ শিকার করে। এই পাখির ঠোঁট অত্যন্ত লম্বা ও ধারালো হয়। যার কারণে কোনো মাছ এদের চোখে পরলে তার বাচা প্রায় অসম্ভব হয়ে পরে। এরা নিমেষের মধ্যে শিকার ধরে সেটিকে গিলে ফেলে। তবে মাছরাঙ্গা ছাড়াও এমন বহু পাখি রয়েছে যাদের বেঁচে থাকার মূল জীবিকা একমাত্র মাছ ধরা। এই পাখিগুলো সকাল বিকেল মাছ শিকারের জন্য জলাশয়ের ওপর দল বেঁধে থাকে। সম্প্রতি সেরকমই একটি পাখির মাছ শিকারের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশাল মাধ্যমে। যার মাধ্যমে প্রমাণ পাওয়া গিয়েছে পাখিদের চরম চতুরতার নিদর্শন।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে কয়েকটি পাখি মাছেদের বোকা বানিয়ে তাদের স্বীকার করছে। আর তাঁদের শিকারের কৌশল দেখে রীতিমতো অবাক প্রতিটি নেট নাগরিক। প্রথমে তারা কয়েকটি ছোট ছোট মাছের লোভ দেখিয়ে বড় মাছের দৃষ্টি আকর্ষণ করছে। আর যখনই সেই বড় মাছগুলো ছোট মাছগুলোর লোভে সেখানে আসছে তখনই পাখিগুলো সেই বড় মাছগুলোর শিকার করে নিচ্ছে। অনেকেই মনে করে যে পৃথিবীর শ্রেষ্ঠ চতুর প্রাণী হলো মানুষ। তবে এই ভিডিওটি সেটিকে পুরোই ভুল বলে প্রমাণ করে দিয়েছে।

এর পাশাপাশি ভিডিওটিতে দেখা গিয়েছে একটি বড় কালো রঙের পাখি মাছেদের শিকার করার জন্য ওত পেতে বসে রয়েছে। আর যখনই মাছ বের হয়ে আসে তখনই তাদের স্বীকার করছে পাখিটি। যা ছিল এক অদ্ভুত মাছ শিকার। এরপর ভিডিওটিতে দেখা যায় একটি সাদা রঙের পাখি একটি পুকুরের পাড়ে বসে মাছ শিকার করছে। মাছ যখন পুকুরের উপর খাবার খেতে আসে তখন কোনরকম শব্দ না করে পাখিটি মাছ শিকার করে নেয়। এভাবেই বেশ কয়েকটি পাখিদের মাছ শিকারের ভিডিও দেখানো হয়েছে ভিডিওটিতে। যা বর্তমানে ছড়িয়ে পরেছে গোটা নেট দুনিয়া জুড়ে।