হুবহু মানুষের মতো পড়াশোনা করছে তিনটি বাঁদর ছানা, তুমুল ভাইরাল ভিডিও

তিন বানরের মধ্যে একজন মূলত মেয়ে এবং বাকি দুইজন ছেলে। তিনজনকে মূলত ডাইপার পরিহিত অবস্থায় বাড়ির মধ্যে বিভিন্ন রকমের কার্যকলাপে ব্যস্ত থাকতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তারকা ও আম জনতার মধ্যেকার পার্থক্য অনেক কমিয়ে দিয়েছে। এই মাধ্যমগুলোর দৌলতে খুব সহজেই তারকারা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছে। উদ্দেশ্য মনের কোনো কথা ভাগ নেওয়ার হোক বা কোনো নতুন সংবাদ জানানোর হোক সমস্ত ক্ষেত্রেই তারকারা আগের তুলনায় অনেক সহজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের হাত ধরে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন।

এই সোশ্যাল মিডিয়া যে শুধুমাত্র তারকাদের নয়, সাধারণ দৈনিক উপার্জন করে খেটে খাওয়া মানুষেরও। এই মাধ্যমগুলোর দৌলতে হাতের কাছে অল্প নেট পেলেও মানুষ কয়েক মুহূর্তের জন্য বাস্তব জগৎ থেকে পালিয়ে ভার্চুয়াল জগতে একটু মনোরঞ্জনের সুযোগ পেয়েছে। টিভির দরকার নেই, কেবল কানেকশনের দরকার নেই। হাতে প্রযুক্তি ও নেট পরিষেবার উপভোগ করার মধ্যে দিয়েই সাধারণ মানুষ বিনোদন থেকে সাম্প্রতিক খবর সবকিছু জানতে পারছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বানরছানাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের বেশ পছন্দের হয়ে উঠেছে। ভিডিওটিতে তিনটি বানরছানাকে তাঁদের মালিকের কাছে একদম মানবশিশুদের মতো পড়াশোনা করতে দেখা গেছে। বানরছানা তিনটির পরণে দেখা যায় একদম হুবহু স্কুলের ইউনিফর্ম। নীল রঙের হাফ প্যান্ট ও সাদা রঙের শার্ট পরিহিত অবস্থায় সাদা স্লেট ও মার্কার পেনের সামনে বসে থাকতে দেখা যায় তিনজনকে।

তিন বানরের মধ্যে একজন মূলত মেয়ে এবং বাকি দুইজন ছেলে। তিনজনকে মূলত ডাইপার পরিহিত অবস্থায় বাড়ির মধ্যে বিভিন্ন রকমের কার্যকলাপে ব্যস্ত থাকতে দেখা যায়। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মলি মাঙ্কি’ (Molly Monkey) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ৮.৩ মিলিয়ন অতিক্রম করে গেছে এবং লাইকের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে।