বন্ধ ঘরে দুধসাদা পোশাকে দুর্দান্ত বেলি ড্যান্স করে তাক লাগালেন তিন সুন্দরী যুবতী, ভিডিও ভাইরাল
'মানিকে মাগে হিতে' গানটির একটি রিমেকও তৈরি হয় বলিউডে। সম্প্রতি জনপ্রিয় এই গানটিতেই নেচে ভাইরাল হলেন তিন সুন্দরী যুবতী।

যত দিন যাচ্ছে তত প্রযুক্তি উন্নততর হচ্ছে। আর তার সাথে তালে তাল মিলিয়ে প্রযুক্তিনির্ভর হয়ে পরছে প্রতিটি মানুষ। সেরকমই বর্তমান প্রযুক্তির একটি অন্যতম সৃষ্টি হলো সোশ্যাল মিডিয়া। আর যার সাথে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। স্মার্টফোন ব্যবহার করেন অথচ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষ বর্তমানে খুঁজে পাওয়া খুবই মুশকিল। আট থেকে আশি প্রতিটি মানুষই বর্তমানে সোশ্যাল মিডিয়ার প্রতি ব্যাপকভাবে আশক্ত। যার ফলে যত দিন যাচ্ছে তত সোশ্যাল মিডিয়ার গুরুত্ব ও জনপ্রিয়তা বেড়েই চলেছে।
সোশ্যাল মিডিয়া মূলত মানুষের মধ্যে যোগাযোগ মাধ্যমের উদ্দেশ্যে তৈরি হলেও বর্তমানে মানুষের প্রতিভা প্রকাশের এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। যেখানে প্রতিনিয়তই আপলোড ও ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন বয়সী মানুষের প্রতিভা। এমনকি সেদিক থেকে পিছিয়ে নেই বিভিন্ন পশুপাখিরাও। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টপিকের ভিডিওতে ছড়াছড়ি থাকলেও সকলের সবচাইতে বেশি নজর কাড়ে বিভিন্ন মানুষের নাচের ভিডিও। সম্প্রতি সেরকমই একদল যুবতীর বেলি ডান্সের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেট মাধ্যমে।
বছর দুয়েক আগে জনপ্রিয় শ্রীলংকান গায়িকা ইয়োহানি (Yohani)-র ‘মানিকে মাগে হিতে’ (Manike Mage Hithe) গানটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল। গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সেটা নিয়ে তৈরি হয়েছিল হাজার হাজার রিলস ও নাচের ভিডিও। এমনকি এই গানে কোমর দোলাতে বাদ যায়নি বিভিন্ন নামিদামি তারকারাও। এরপর এই গানটির একটি রিমেকও তৈরি হয় বলিউডে। সম্প্রতি জনপ্রিয় এই গানটিতেই নেচে ভাইরাল হলেন তিন সুন্দরী যুবতী।
সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে একটি ঘরের মধ্যে সাদা রঙের বেলি ডান্সের পোশাক পরে দুর্দান্ত কায়দায় বেলি ডান্স করছেন তিনজন সুন্দরী যুবতী। পোশাক থেকে শুরু করে সাজগোজ সবই তাঁদের একই ধরনের। তাঁদের এই ডান্স পারফরম্যান্সের ভিডিওটি ‘iojasviverma’ নামক একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে আপলোড করা হয়। যা বর্তমানে পৌঁছে গিয়েছে কয়েক লক্ষ মানুষের কাছে। পাশাপাশি ভিডিওটিতে লাইক করেছেন প্রায় ছয় হাজারের বেশি মানুষ ও কমেন্ট করে তাঁদের নাচের প্রশংসা জানিয়েছেন শত শত মানুষ।