বলিউডের সুপারহিট হিন্দি গানে বাড়ির ছাদে উদ্দাম নাচ তিন সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও
তিনজনকে খোলা আকাশের নিচে বাড়ির ছাদের উপরে ধুতি ও ব্রালেট পরিহিত অবস্থায় নাচ করতে দেখা যায়।

ইউটিউবে একাধিক ডান্স কেন্দ্রীক চ্যানেল রয়েছে। এর মধ্যে বাংলার মাটিতে জনপ্রিয় অন্যতম চ্যানেল হল মৌ (Mou) ওরফে মৌমিতা বিশ্বাসের (Moumita Biswas) চ্যানেল ‘ডান্স স্টার মৌ’। এই চ্যানেলের মাধ্যমে মৌ নিজের নাচের বিভিন্ন ধরণের ভিডিও পোস্ট করে থাকেন। ভিডিওগুলো বহু দর্শকেরই ভালো লাগে। তাঁরা পছন্দের ভিত্তিতে প্রতিক্রিয়া দেন ও মন্তব্য করে থাকেন।
‘ডান্স স্টার মৌ’ নামক ইউটিউব চ্যানেলটির প্রত্যেকটা ভিডিওই নতুন রকমের হয়। একটার সঙ্গে আরেকটার মিল খুঁজে পাওয়া মুশকিল প্রত্যেক ভিডিওতে মৌকে ভিন্ন ভিন্ন অবতারে ভিন্ন ভিন্ন সাজে নৃত্য প্রতিস্থাপন করতে দেখা যায়। এই ইউটিউব চ্যানেলটিতে ভিডিও পোস্ট করার মাধ্যমে মৌ যেমন নিজের প্রতিভার প্রদর্শন করে থাকেন, তেমনই দর্শকরাও মৌয়ের নাচ দেখার মাধ্যমে নিপুনতায় পরিপূর্ণ নৃত্যের সাক্ষী হওয়ার সুযোগ পেয়ে থাকেন।
সম্প্রতি এই চ্যানেলেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে নৃত্যশিল্পী মৌমিতা বিশ্বাস আরও দুই অজানা তরুণীর সঙ্গে সুপারহিট হিন্দি গানে নৃত্য পরিবেশন করেন। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ২০০২ সালে মুক্তি প্রাপ্ত ‘কাঁটা লাগা’ (Kaanta Laga) গানের রিমিক্স। আর সেই রিমিক্স গানেই তিনজনকে খোলা আকাশের নিচে বাড়ির ছাদের উপরে ধুতি ও ব্রালেট পরিহিত অবস্থায় নাচ করতে দেখা যায়। মৌয়ের পোশাক যেখানে হলুদ ও কালো রঙের কম্বিনেশনে ছিল, সেখানে অন্য দুই তরুণীর পোশাক কমলা ও কালো রঙের ছিল কম্বিনেশনে। এই পোশাকের সঙ্গে মানানসই গয়না পরিহিত অবস্থায় চুল খোলা রেখে খুব সুন্দরভাবে নৃত্য উপস্থাপন করতে দেখা যায় ওই তিন সুন্দরী যুবতীকে।
ভিডিওটি নেটিজেনরা বেশ উপভোগ করেছেন। এই ভিডিওর ভিউয়ার্সের সংখ্যা ২৪৯ হাজার পেরিয়ে গেছে এবং লাইকের সংখ্যা আড়াই হাজার অতিক্রম করে ফেলেছে।