‘চুনরি চুনরি’ গানে দুর্দান্ত বেলি ড্যান্স করলেন তিন সুন্দরী যুবতী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
দেখা যাচ্ছে জনপ্রিয় বলিউডের গান 'চুনরি চুনরি' (Chunari Chunari)-তে তাঁদের বেলি ডান্স প্রদর্শন করতে।

আমাদের ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় দেশ। আর এই বৈচিত্রময় দেশের অঞ্চলভেদে চোখে পরে ভিন্ন ভিন্ন মানুষ, তাঁদের ভিন্ন ভিন্ন খাদ্যাভ্যাস ও ভিন্ন প্রকারের সংস্কৃতি। সেরকমভাবেই ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষের নাচের ধরণও আলাদা। যেমন ভারতের একদিকে চল রয়েছে ভারতনাট্যমের, ঠিক সেরকমই আরেক দিকে গেলে দেখা যায় গরবা, বিহু ও ছৌ জাতীয় নাচ। তবে এদের মধ্যে বর্তমান সময়ে আগমন হয়েছে বেশ কিছু বিদেশি নাচ।
সেরকমই একটি বিদেশি নাচ হলো ‘বেলি ডান্স’ (Belly Dance)। আগে কেবলমাত্র বিদেশেই এই নাচের চলন দেখা গেলেও বর্তমানে ভারতের দেখা যায় এই নাচের চলন। আর সেলিব্রিটি থেকে শুরু করে আমজনতা প্রত্যেকেই এই নাচকে আয়ত্ত করতে ভীষণভাবে উদ্যোগী। যার কারনে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষের বেলি ডান্সের ভিডিও। এই নাচটিকে মূলত পেটের মাধ্যমেই প্রদর্শন করা হয়।
সম্প্রতি সেরকমই তিন যুবতীর একটি বেলি ডান্স প্রদর্শনের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ার পাতায়। যেখানে দেখা যাচ্ছে তিনজন সুন্দরী যুবতী ভিন্ন ভিন্ন রঙের বেলি ডান্সের পোশাক পরে দুর্দান্ত কায়দায় নাচছেন। তাঁদেরকে দেখা যাচ্ছে জনপ্রিয় বলিউডের গান ‘চুনরি চুনরি’ (Chunari Chunari)-তে তাঁদের বেলি ডান্স প্রদর্শন করতে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ড দেখেই বোঝা যাচ্ছে যে সেটি কোনো ঘরের ভেতর শ্যুট করা।
‘জেএমবি সিনেমা’ (JMBcinema) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে বছর তিনেক আগে আপলোড করা হয় ওই তিনজন সুন্দরী যুবতীর নাচের এই ভিডিওটি। যা বর্তমানে ইউটিউবে দেখে ফেলেছেন প্রায় ৭.৪ মিলিয়ন অর্থাৎ ৭৪ লক্ষ্যের বেশি মানুষ। এমনকি ভিডিওটিকে কেবলমাত্র পছন্দ করতেই দেখা গিয়েছে প্রায় ৭০ হাজারের কাছাকাছি মানুষকে। এছাড়াও কমেন্ট করে নিজেদের মন্তব্য রেখেছেন একাধিক মানুষ। অর্থাৎ প্রত্যেকেরই এই তিন যুবতীর নাচ ব্যাপক পছন্দ হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।