এবার চলন্ত ট্রেনেই ডেবিট কার্ড দিয়ে কাটা যাবে টিকিট, নতুন নিয়ম নিয়ে এলো ভারতীয় রেল
ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে গোটা দেশে ৩৬ হাজারেরও বেশি TTE কে এই মেশিনটি প্রদান করা হবে।

যত দিন যাচ্ছে তত টেকনোলজি আরো উন্নততর হচ্ছে। আর এই টেকনোলজির ডিজিটাল যুগের তালে তাল মিলিয়ে আপডেট হয়ে চলেছে সমস্ত কিছু। যা আমাদের প্রতিদিনের চলার পথে বহুভাবে উপভোগ করা যায়। আজ আমরা আপনাদের এমন একটি খবর সম্পর্কে জানাবো যা শুনলে আপনারা হাঁফ ছেড়ে বাঁচবেন। সাধারণত ট্রেনে যাতায়াতের জন্য টিকিটের একমাত্র মাধ্যম অফলাইন। তবে এবার সেই প্রক্রিয়ায় আসতে চলেছে বদল। এবার থেকে ট্রেনের টিকিট কাটাও হবে ডিজিটাল উপায়ে। ইতিমধ্যে রাজধানী ও শতাব্দীর মত প্রিমিয়াম ক্লাসের ট্রেনে চালু হয়ে গিয়েছে এই পরিষেবা।
অনেকেই রয়েছেন যারা তাড়াহুড়ার কারণে টিকিট কাটতে পারেন না অথবা টিকিট কাটতে ভুলে যান। আবার অনেকে লম্বা লাইনের ভিড় এড়াতে টিকিট কাটতে পছন্দ করেন না। যার কারণে ট্রেনে উঠে দিতে হয় জরিমানা। তাই এই প্রক্রিয়াকে বদলের কথা ভাবছে ভারত সরকার। সাধারণ মানুষের সুবিধার্থে এবার ভারতীয় রেলেও ডিজিটাল পরিষেবা চালু হতে চলেছে। তাই এখন থেকে আর সময়ের অভাবে টিকিট না কাটা হলেই চিন্তার কোনো কারণ নেই। এবার থেকে আপনি নিমেষের মধ্যে ডেবিট কার্ড দিয়ে চলন্ত ট্রেনে বসে বসে টিকিট কেটে নিতে পারবেন।
এই প্রক্রিয়ায় বর্তমানে কেবলমাত্র ডেবিট কার্ড দিয়ে পে করা গেলেও পরবর্তীকাল অন্যান্য কার্ডগুলোও ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে। আগে মূলত POS অর্থাৎ Point of Service মেশিন গুলিতে 2জি কানেক্টিভিটি থাকতো। তবে বর্তমানে এই প্রযুক্তিকে আরো উন্নতি করে 4জি তে রূপান্তরিত করা হয়েছে। আর ইতিমধ্যে ভারতীয় রেল নিজেদের কর্মচারীদের এনিয়ে প্রশিক্ষণ দেওয়াও শুরু করে দিয়েছে। এই পরিষেবা আপডেট হওয়ার কারণে যারা বিনা টিকিটে ভ্রমণ করেন তারা বিশেষভাবে সুবিধা পাবেন।
ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে গোটা দেশে ৩৬ হাজারেরও বেশি TTE কে এই মেশিনটি প্রদান করা হবে। যাতে বিনা টিকিটে এসিতে ভ্রমণকারীদের কাজ থেকে অতিরিক্ত টাকা নিয়ে বা স্লিপার টিকিট নিয়ে টিকিট দেওয়া যায়। এমনটাই জানানো হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। আর এই পদ্ধতিতে আগামী দিনে ভারতীয় রেলের আয় বাড়বে বলে নিশ্চিত হয়েছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি সাধারণ মানুষও এই পদ্ধতিতে যথেষ্ট সুবিধা পাবেন।