আস্ত একটি গাড়িকে মুখে টেনে নিয়ে মুহূর্তের মধ্যে তছনছ করে দিল বাঘ, ভাইরাল ভিডিও

একটি গাড়ির পিছনদিকে কামড় দিতে দেখা গেছে। বাঘটি কিন্তু শুধুমাত্র কামড় দিয়েই থেকে যায়নি। গাড়িটিকে রীতিমতো নিজের দিকে টানার চেষ্টা করে।

সোশ্যাল মিডিয়ার দৌলতে চোখের সামনে নানান রকমের ঘটনা ঘটতে দেখা যায়। কিছু ঘটনা মজাদার হয়, আবার কিছু ঘটনা দুঃখদায়ক হয়। কিছু ঘটনার সাক্ষী হয়ে মানুষ ক্রোধান্বিত হন, আবার কিছু ঘটনা মানুষকে অনুপ্রাণিত করে। এর মধ্যে কিছু ঘটনা থাকে যেগুলো একদম সাধারণ প্রকৃতির হয়। আবার কিছু ঘটনা থাকে যা মানুষকে অবাক হতে বাধ্য করে দেয়।

অনেকেই পদ্মকে ভারতের জাতীয় ফুল হিসাবে চেনেন, হকিকে ভারতের জাতীয় খেলা হিসাবে চেনেন। যদিও ভারতের জাতীয় ফুল বা জাতীয় খেলা কোনোটারই বাস্তবে অস্তিত্ব নেই। তবে জানিয়ে রাখি ভারতের জাতীয় প্রাণী অবশ্যই আছে। আর এই জাতীয় প্রাণীর তকমা জয় করেছে বাঘ। জঙ্গলের রাজা বাঘ দেশে জাতীয় প্রাণী হিসাবে পরিচিতি লাভ করেছে।

সম্প্রতি এই বাঘমামারই এক ভিডিও (Tiger Viral Video) সোশ্যাল মিডিয়ায় শোরগোল সৃষ্টি করেছে। বাঘ শক্তিশালী মাংসাশী প্রাণী এটা সবাই জানে। তাই বাঘমামাকে সামনে দেখলেই ত্রাসের সঞ্চার ঘটে থাকে সাধারণ মানুষের মনে। এবার যদি আপনি দেখেন কোনো বাঘ আপনার গাড়ি ধরে টানাটানি করছে, আপনি কী করবেন? ভাবলেই নিশ্চই গা শিউরে উঠছে! সম্প্রতি এমনই এক দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আলোচনার বিষয় হয়ে উঠতে দেখা গেল।

ভিডিওটিতে একটি বাঘকে একটি গাড়ির পিছনদিকে কামড় দিতে দেখা গেছে। বাঘটি কিন্তু শুধুমাত্র কামড় দিয়েই থেকে যায়নি। গাড়িটিকে রীতিমতো নিজের দিকে টানার চেষ্টা করে। ভিডিওটি দেখে স্পষ্ট বোঝা যায় যে, সেটি একটি বাঘবাচ্চা। বাঘবাচ্চার এত শক্তি দেখেই অবাক হয়ে থেকে গেছেন নেটিজেনরা। ‘মোনা পাটেল’ (Mona Patel) নামক এক টুইটার হ্যান্ডেলের তরফে শেয়ার করা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।