Tiyasha Lepcha: সোয়েল দত্তের সাথে প্রেমে হাবুডুবু খাচ্ছেন ‘বাংলা মিডিয়াম’-এর নায়িকা! ভাইরাল ভিডিও
শোনা যাচ্ছে অভিনেতা সোহেল দত্তর (Sohel Dutta) সাথে বাস্তবে প্রেমে মজেছেন অভিনেত্রী। আগে শিশুশিল্পী ছিলেন সোহেল। পরে টেলিভিশনে কাজ করেন।

Tiyasha Lepcha: এক অন্ধকার অতীত তিনি পেরিয়ে এসেছেন তিয়াশা লেপ্চা (Tiyasha Lepcha)। নিজের প্রথম বিবাহ নিয়ে যা স্বপ্ন ও ভাবনা থাকে ঠিক তার উল্টোটাই হয়েছে অভিনেত্রীর জীবনে। সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে গত বছরেই। কেন তাঁদের বিচ্ছেদ হল, তা নিয়ে এ যাবৎ কম চর্চা হয়নি। শুধু তাই নয়, সুবানকে হাতিয়ার করে তিনি টেলিপাড়ায় ব্রেক পেয়েছেন এই কথাও আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছিলো। তবে সে সব অতীত। তিনি যে আবার সম্পর্কে রয়েছেন, বিগত বেশ কিছু মাস ধরেই টলিপাড়ায় সেই চর্চা কিন্তু চলছিলই। এ বার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টিভিনাইন বাংলাকে তিয়াসা জানিয়েই দিলেন জীবনকে দ্বিতীয় সুযোগ দিতে প্রস্তুত তিনি।
Tiyasha Lepcha:
তবে কে সেই পুরুষ? কার প্রেমেই এতো তাড়াতাড়ি তিনি হাবুডুবু খাচ্ছেন তিনি? তবে এবার ইন্ডাস্ট্রি অন্দর থেকে উঠে আসছে একটি নাম। শোনা যাচ্ছে অভিনেতা সোহেল দত্তর (Sohel Dutta) সাথে বাস্তবে প্রেমে মজেছেন অভিনেত্রী। আগে শিশুশিল্পী ছিলেন সোহেল। পরে টেলিভিশনে কাজ করেন। তবে এখন রাজনীতির সাথেই বেশিরভাগ সময় দেখা যায় তাঁকে। বছর দেড়েক আগে নাকি এমনই কোনও মঞ্চ বা পার্টিতে দেখা হয়েছিল তিয়াশা ও সোহেলের।
এখানে পড়ুন: ‘সাদা হাতি’ বলে কটাক্ষ! নিন্দুকদের তুড়ি মেরে ছোটপর্দায় নাম লেখালেন শুভশ্রীর দিদি
শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়ের মতো টলি নায়িকাদের সঙ্গে প্রায়ই দেখা যায় সোহেলকে। শ্রাবন্তীর নির্বাচনী প্রচারেও নায়িকার সঙ্গেই ছিলেন তিনি। কারণ রাজনীতির বিভিন্ন অনুষ্ঠানে সোহেলই তাদের নিয়ে যায়। ইন্সটা রিলে দুজনকে একসাথে দেখা গেছে। গত ১৬ই অগাস্ট মাত্র ২৪ বছরে পা দিয়েছে তিয়াশা। আর তার জন্যই সোহেল নিজে নায়িকার জন্য একটি গ্র্যান্ড পার্টি আয়োজন করে। এই বিষয়ে নায়িকার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “স্বীকার করতে আপত্তি নেই যে আমি সম্পর্কে রয়েছি। যার সঙ্গে সম্পর্কে রয়েছি, তিনি কিন্তু ইন্ডাস্ট্রিরই একজন মানুষ। ভীষণই ভাল সে। আমি খুব ভাল আছি তাঁর সঙ্গে। যদি সব কিছু ঠিকঠাক থাকে ভবিষ্যতে বিয়েরও পরিকল্পনা আছে।”
Tiyasha Lepcha Viral Video:
View this post on Instagram
আর এখানে থেকেই স্পষ্ট তিনি সোহেলের সাথেই চুটিয়ে প্রেম করছেন। এর আগে নায়িকাকে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিলো। এই মুহূর্তে ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তিয়াসাকে। তাঁর অভিনয় বেশ ভাল লেগেছে দর্শকের। দুই ধারাবাহিকেই তাঁর নায়ক নীল ভট্টাচার্য। এই ধারাবাহিকের শিক্ষিকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তিয়াসা। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ‘ইন্দিরা’। যেখানে তাঁর চরিত্রটিকে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান দুই-ই সামলাতে দেখা যাচ্ছে। তাই তার এই গভীর চরিত্র নিয়ে দর্শকদের সবসময়ই উদ্বেগ দেখা যায়।