এত বড় নায়িকা হয়েও কেন রাতারাতি অভিনয় ছাড়লেন রচনা ব্যানার্জি? সত্যিটা ফাঁস করলেন অভিনেত্রী

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জি।

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জি। প্রসেনজিৎ চ্যাটার্জি (Prasenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) জুটি এক সময় বাংলা সিনেমা জগতে জনপ্রিয় ছিল। তবে ঋতুপর্ণা সেনগুপ্ত ইন্ডাস্ট্রি থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলে সেই স্থান অধিকার করেন অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। বুম্বাদা ও ঋতুপর্ণার পরে বাংলার দর্শকরা নতুন জুটির সাক্ষী হওয়া সুযোগ পান।

রচনা ব্যানার্জি একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের অভিনয় প্রদর্শন করেছে। ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়াও দক্ষিণী সিনেমা জগতেও তাঁর অভিনয় দেখতে পাওয়া যায়। তাঁর অনুরাগী রয়েছে প্রায় পুরো দেশজুড়েই। বর্তমানে তিনি এক রিয়্যালিটি শোয়ের সঞ্চালক। তিনি মূলত জি বাংলা (Zee Bangla) চ্যানেলে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নং ওয়ান’ (Didi No. 1)-এর সঞ্চালনা করেন। এই শো তিনি দীর্ঘ কয়েক বছর ধরে চালিয়ে আসছেন এবং তাঁকে ছাড়া এই শো একপ্রকারের অসম্পূর্ণই বলা চলে। বর্তমানে বিনোদন জগতের ‘দিদি’ বলতে দর্শকরা রচনা ব্যানার্জিকেই চেনেন।

বর্তমানে রচনা ব্যানার্জি বড়ো পর্দার সঙ্গে যুক্ত না হলেও জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছেন। একডাকে সবাইকে চেনেন তাঁকে। কিন্তু এইসবের মাঝে প্রশ্ন থেকেই যায়, কেন তিনি সোনায় মোড়া বড়ো পর্দার কেরিয়ার বাদ দিয়ে ছোট পর্দায় অবতরণ করেন? রুপোলি পর্দায় তাঁর তুমূল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন তিনি তা ছেড়ে বেরিয়ে এলেন আজও অনেকের মনে প্রশ্ন ওঠে।

এই বিষয়ে অবশ্য অভিনেত্রী নিজেই মুখ খুলেছেন। এক ইউটিউব চ্যানেলের মুখোমুখি হয়ে তিনি জানান যে, মুলত সময়ের অভাবেই তিনি বড়ো পর্দার হাত ছেড়ে পাকাপাকিভাবে ছোটপর্দাকে আপন করতে বাধ্য হন। জীবনের বড়ো সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে ‘দিদি নং ওয়ান’ শোয়ের ব্যস্ততম শিডিউল থেকে সময় বের করে কোনো সিনেমার জন্য ৩০-৩৫ দিন সময় বের করা তাঁর কাছে খুবই সমস্যার হয়ে পড়েছিল। তিনি আরও জানান যে, এটিই একমাত্র কারণ ছিল না। তাঁর সিনেমা জগৎ ছেড়ে দেওয়ার অন্যতম কারণ হল তাঁর পুত্র সন্তান। তিনি সিনেমায় কাজ করার কারণে নিজের পুত্রের জন্য সময় বের করতে পারছিলেন না, তাঁর সঙ্গে ঘুরে বেড়াতে পারছিলেন না। একইসঙ্গে তাঁকে আবার শাড়ির ব্যবসাও সামলাতে হতো। এই অবস্থায় তিনি সিনেমায় জগৎ থেকেই বেরিয়ে আসা উচিত কাজ বলে মনে করেন।