৯০ দশকের সুপারহিট গানে বিদেশের মাটিতে উদ্দাম নাচ শ্রাবন্তীর, মুহূর্তে ভাইরাল ভিডিও
বাংলা অভিনয় জগতের এক জনপ্রিয় নাম শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। তিনি বাংলা সিনেমা জগতের অন্যতম প্রথম সারির অভিনেত্রী।

বাংলা অভিনয় জগতের এক জনপ্রিয় নাম শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। তিনি বাংলা সিনেমা জগতের অন্যতম প্রথম সারির অভিনেত্রী। তিনি অনেক কম বয়স থেকেই অভিনয় জগতের অংশ হয়েছেন। বহু উঠতি নায়িকাদের তুলনায় তিনি অনেক সুন্দরী ও শারীরিকভাবে ফিট। তাঁর সৌন্দর্যের প্রকাশ শুধুমাত্র সিনেমাতেই নয়, সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়।
শ্রাবন্তীর নিজের ইনস্টাগ্রাম আইডি রয়েছে। তিনি এই আইডি থেকে ফটোশ্যুট করা ফটো পোস্ট করেন, আবার কখনও রোদ ঝলমলে দিনে ক্যাজুয়াল পোশাক পরা ফটোও পোস্ট করেন। মাঝে মধ্যে তাঁকে জিমের পোশাকে জিমের মধ্যে ঘাম ঝরাতে দেখা যায়। বয়স যাই হোক বা কেন, তাঁর চেহারায় বা সৌন্দর্যে কোনোভাবেই বয়সের ছাপ পড়তে দেখা যায়নি। তাঁর ত্বকে এখনও ষোলোর সুন্দরীর মতো জেল্লা দেখতে পাওয়া যায়।
View this post on Instagram
সম্প্রতি সৌন্দর্যের মোড়কে মোড়া অভিনেত্রী শ্রাবন্তীর এক ভিডিও ভাইরাল হতে দেখা গেছে। উক্ত ভিডিওটি পোস্ট করা হয়েছে শ্রাবন্তীর ইনস্টাগ্রাম আইডি থেকে। ভিডিওটির মাধ্যমে তাঁকে ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়াতে দেখা যায়। ফটোটিতে মূলত শ্রাবন্তীর পোশাকের ফাঁক দিয়ে তাঁর ক্লিভেজ দেখতে পাওয়া যায়। তাঁর এই ভিডিও যে নিশ্চিতরূপে ভক্তদের মনে ঝড় তুলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
View this post on Instagram
শ্রাবন্তী শুটিং-এর উদ্দেশ্যে একবার বিদেশে তথা লন্ডনে পাড়ি দিয়েছিলেন। সেখানেই তাঁকে শুটিংয়ের কারণে কালো কোট ও অন্দরে শর্ট হাইটের লাল ওয়ানপিস পরতে দেখা গিয়েছিল। তাঁকে ভিডিওটিতে ‘পেয়ার কভি মরতে নেহি, হাম তুমপে মরতে হ্যা’ গানের তালে কোমর দোলাতে দেখা যায়। এই ভিডিওতে কাপড়ের ফাঁক দিয়ে তাঁর পেট ও ক্লিভেজ ছিল উন্মুক্ত। অভিনেত্রীর আবেদনময়ী এক্সপ্রেশন দেখে চোখ সরাতে পারেননি পুরুষ ভক্তরা। খোলা চুল ও মানানসই দুলে তাঁকে দেখতে খুবই সুন্দর লাগছিল।