খোলা আকাশের নীচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাতলেন দুটি সিংহ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

রাজা প্রমাণিত করতে দুটো সিংহের মধ্যে লড়াই বেঁধেছে। সাধারণত সিংহ একটি হিংস্র প্রজাতির প্রাণী।

বর্তমানে নিঃসন্দেহে মানুষের সময় কাটানোর এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। আট থেকে আশি প্রতিটি বয়সের মানুষই এখানে দিনে একবার হলেও সময় কাটান। আর সোশ্যাল মিডিয়া মানেই বেশিরভাগ মানুষ বোঝেন ভাইরাল ভিডিও। যেখানে মানুষ থেকে শুরু করে বিভিন্ন পশুপাখিদের ভিডিও প্রতিনিয়তই ভাইরাল হয়ে চলেছে। গোটা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ও বিভিন্ন টপিকের ভিডিও রাজত্ব করলেও একশ্রেণীর মানুষের বিভিন্ন পশু পাখিদের ভিডিওগুলো সবচাইতে বেশি নজর করে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পর্দায়।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে নিজেকে রাজা প্রমাণিত করতে দুটো সিংহের মধ্যে লড়াই বেঁধেছে। সাধারণত সিংহ একটি হিংস্র প্রজাতির প্রাণী। বনের অন্যান্য পশুপাখিদের পাশাপাশি নিজেদের মধ্যেও লড়াই করতে ভোলেনা সিংহ। তবে বনের মধ্যে সিংহ অনেক হলেও রাজা কিন্তু একজনই হয়। আর সম্প্রতি তারই প্রমাণ মিললো দুটো সিংহের লড়াইয়ের মাধ্যমে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বিস্তীর্ণ তৃণভূমির মাঝে পরস্পরের সাথে লড়াইয়ে মত্ত হয়েছে দুটো বিশাল আকৃতির সিংহ।

মূলত নিজেদের বনের রাজা প্রমাণিত করতেই তাঁদের এই লড়াই। প্রথমে কেবলমাত্র দুটো সিংহের লড়াই ভিডিওটিতে দেখা গেলেও পরবর্তীতে তাঁদের লড়াইয়ের মাঝে এসে উপস্থিত হয় আরো ৩-৪ সিংহী। এরপর তাদের মধ্যে রীতিমত গোষ্ঠীদ্বন্দ্ব লেগে যায়। দৃশ্যটি অত্যন্ত ভয়ঙ্কর হলেও তা অত্যন্ত নিপুনতার সাথে রেকর্ড করে কিছু পর্যটক। আর যা সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই রীতিমতো ভাইরাল হয়ে পরে।

প্রায় বছর সাতেক আগে ‘লায়ন ফাইট’ (Lion Fight) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় দুটো সিংহের লড়াইয়ের এই ভিডিওটি। যা এখনো পর্যন্ত দেখে ফেলেছেন প্রায় ১ কোটি ৮০ লক্ষ অর্থাৎ ১৮ মিলিয়নের বেশি মানুষ। পাশাপাশি ভিডিওটিকে লাইক করতে দেখা গিয়েছে ৭০ হাজারের বেশি মানুষকে। তবে সেই চ্যানেলটিতে এটি কেবলমাত্র একটি ভিডিও নয়। এর পাশাপাশি চ্যানেলটিতে রয়েছে একাধিক সিংহের লড়াইয়ের ভিডিও। আর সেগুলোও বেশ পছন্দ করেছেন প্রতিটি মানুষ।