‘সাকি সাকি’ গানের তালে উদ্দাম নাচ দুই সুন্দরী যুবতীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
উন্মুক্ত পেটে খোলা চুলে নোরা ফতেহির মতোই শরীরি হিল্লোল প্রদর্শন করে নৃত্য প্রতিস্থাপন করার চেষ্টা করতে দেখা যায় দুইজনকে।

বহু বছর আগে সঞ্জয় দত্ত (Snjay Dutta) ও অনিল কাপুর (Anil Kapoor) অভিনীত ‘মুসাফির’ (Musafir) সিনেমা মুক্তি পেয়েছিল। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমার একাধিক গান জনপ্রিয়তা পেয়েছিল। এর মধ্যে একটি গান ছিল জনপ্রিয় গায়ক সুখবিন্দর সিং (Sukhbindar Singh) ও গায়িকা সুনিধি চৌহানের (Sunidhi Chauhan) কণ্ঠে প্রকাশ্যে আসা ‘সাকি’ (Saaki) গান। এই গান তখন বেশ জনপ্রিয়তা পেয়েছিল কমবয়সী ছেলেমেয়েদের কাছে। পরবর্তীকালে তথা ২০১৯ সালে জন আব্রাহাম অভিনীত ‘বাতলা হাউস’ (Baatla House) সিনেমা মুক্তি পায়। এই সিনেমায় ‘মুসাফির’ সিনেমার ‘সাকি’ গানটিকে নতুনরূপে পান শ্রোতা ও দর্শকরা।
‘বাতলা হাউস’ সিনেমার গানটি পুরো দেশের কাছে ‘ও সাকি সাকি’ (O Saki Saki Song) নামে পরিচিতি লাভ করে। এই গানটি প্রকাশ্যে আসে গায়িকা নেহা কক্কর (Neha Kakkar), তুলসী কুমার (Tulsi Kumar) ও বি প্রাক (B Praak) ওরফে প্রতীক বচ্চনের (Pratik Bachchan) কণ্ঠে। নোরা ফতেহি (Nora Fatehi) তাঁর বেলি ডান্সের মোহময়ী ও ফ্লেক্সিবল কায়দায় দর্শকদের রীতিমতো মাতিয়ে তোলেন। সাধারণত পুরোনো কোনো গানের নতুন ভার্সন এলে সেটাকে সমালোচনার মুখে পড়তে হয়। তবে এই গানটি ও নোরা ফতেহির নৃত্যশৈলী দর্শকমহলে সবার কাছে প্রশংসার অধিকারী হয়।
সম্প্রতি এই গানেই বেলি ডান্স প্রদর্শন করে নেটিজেনদের তাক লাগিয়ে দিলেন দুই তরুণী। ভিডিওটিতে দুই তরুণীকে বেলি ডান্সের ট্র্যাডিশনাল ঝলমলে পোশাক ও কয়েনের কোমরবন্ধনী পরে ‘ও সাকি সাকি’ গানে অসাধারণ ভঙ্গিমায় নৃত্য পরিবেশন করতে দেখা যায়। একজনের পরণে নীল রঙের পোশাক ছিল ও অপর জনের পরণে ছিল সবুজ রঙের পোশাক। উন্মুক্ত পেটে খোলা চুলে নোরা ফতেহির মতোই শরীরি হিল্লোল প্রদর্শন করে নৃত্য প্রতিস্থাপন করার চেষ্টা করতে দেখা যায় দুইজনকে। মানানসই মেকআপ ও বড়ো কানের ঝুমকোয় দুই তরুণীকে খুবই সুন্দর লাগছিল দেখতে।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘টিম নাচ’ (Team Naach) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি কোটি কোটি মানুষ দেখে ফেলেছেন এবং লক্ষ লক্ষ মানুষ পছন্দ করেছেন। ভিডিওটির কমেন্ট বক্সে প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। একদম ঝড়ের গতিতে এই ভিডিওটিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেছে।