খোলা আকাশের নিচে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে অসাধারণ নাচ দুই যুবতীর, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

সবুজ প্রকৃতির মাঝে জলজ এলাকার পাশে মিষ্টি রঙের শাড়ি পরে জনপ্রিয় সাঁওতালি গানে অসাধারণ অঙ্গিভঙ্গি সহকারে দুই সুন্দরী যুবতীকে নাচ করতে দেখা গেল।

সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পরে মানুষ মনোরঞ্জনের জন্য হাতে মুঠোফোন ধরে। এই মুঠোফোন হাতে নিয়ে এক ক্লিকের দৌলতে মানুষ আজ পুরো দুনিয়া ঘুরতে পারছে। খবর থেকে শুরু করব বিনোদন সবই মানুষের হাতের কাছে চলে এসেছে। মুঠোফোন বর্তমানে শুধুমাত্র বিনোদন প্রদানের মাধ্যমে হিসাবেই থেকে যায়নি। এটি খবর সরবরাহ ও কর্মজীবনের এক গুরুত্বপূর্ণ মাধ্যমে হিসাবে নিজেকে তুলে ধরেছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে প্রতিদিন কোনো না কোনো প্রতিভার সাক্ষী হচ্ছেন নেটাগরিকরা। এই সোশ্যাল মিডিয়া বর্তমানে শুধুমাত্র অবসর সময় কাটানোর মাধ্যম হিসাবেই থেকে যায়নি, প্রতিদিন হরেক রকমের প্রতিভা তুলে ধরার এক দারুণ মাধ্যমে হয়ে উঠে এসেছে। এর দৌলতে আগের থেকে অনেক বেশি পরিমাণে শিল্পীদের নাম বিনোদন জগতের অংশ হওয়ার সুযোগ পেয়েছে।

সম্প্রতি প্রতিভা সমন্বিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে দেখা গেল। ভিডিওটিতে খোলা আকাশের নিচে সবুজ প্রকৃতির মাঝে জলজ এলাকার পাশে মিষ্টি রঙের শাড়ি পরে জনপ্রিয় সাঁওতালি গানে অসাধারণ অঙ্গিভঙ্গি সহকারে দুই সুন্দরী যুবতীকে নাচ করতে দেখা গেল। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় ‘রাধারানী’ গান। সেই গানে দুইজনেরই পরণে কালো ব্লাউজ ও নীল রঙের শাড়ি ছিল। সাজগোজ হিসাবে তাঁদের মুখে হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক ও অক্সিডাইজ গয়না দেখা ছিল। মাথার খোঁপায় থাকা লাল ফুল ও কপালে থাকা কালো টিপ তাঁর সাজের মানান আরও বাড়িয়ে দিয়েছিল।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ফোক ক্রিয়েশন’ (Folk Creation) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। দাবি করা হয়েছে নৃত্য প্রদর্শনকারী দুই যুবতীর নাম যথাক্রমে বর্ণালী ও সঞ্চয়িতা। দুইজনের নাচ দেখে মুগ্ধ হয়ে গেছেন নেটিজেনরা।