গাছের ডালে বসে একটি ঢেঁড়সের জন্য ঝগড়া করছে দুটি টিয়া পাখি, ভাইরাল ভিডিও

একটি ঢেঁড়সের জন্য দুটো টিয়া পাখি পরস্পরের সাথে যুদ্ধ করতে নেমে পরেছে।

গ্রীষ্মকাল পরতে না পরতেই বাজার ছেয়ে যায় বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন সবজিতে। সেরকমই গ্রীষ্মকালীন একটি অতি সুস্বাদু সবজি হলো ঢেঁড়স। ‌যা অনেকে খেতে পছন্দ করলেও এটা খাওয়া নিয়ে বাচ্চাদের বায়না লেগে থাকে সর্বদা। তবে এবার এই ঢেঁড়সকে কেন্দ্র করেই যুদ্ধ বাঁধলো দুটো টিয়াপাখির মধ্যে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ার পাতায়। যেখানে দেখা যাচ্ছে একটি ঢেঁড়সকে কেন্দ্র করে দুটো টিয়াপাখি পরস্পরের সাথে লড়াই আরম্ভ করেছে। শুনতে একটু অদ্ভুত মনে হলেও এমনটাই ধরা পরেছে ভাইরাল একটি ভিডিওর মাধ্যমে।

বর্তমানে আট থেকে আশি প্রতিটি মানুষের মনোরঞ্জনের একমাত্র ঠিকানা হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্ম জুড়ে রয়েছে একাধিক মজার মজার ভিডিও। যেগুলো দেখার জন্যে প্রতিটি মানুষ সর্বদা মুখিয়ে থাকে সোশ্যাল মিডিয়ার ওপর। এমনকি একশ্রেণীর মানুষ রোজগারের পাশাপাশি সমাজে নিজেদের পরিচিতি গড়ার উদ্দেশ্যেও ব্যবহার করছে সোশ্যাল মিডিয়াকে। তবে এদিক থেকে কোনোভাবেই পিছিয়ে থাকতে চায় না বিভিন্ন পশুপাখিরাও। তারাও মানুষের মতো কোমর বেঁধে নেমে পরেছে জনপ্রিয়তা অর্জন করতে।

সম্প্রতি সেরকমই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ার পাতায়। এর আগে সাধারণত টিয়া পাখিদের কথা বলার ভিডিও সোশ্যাল মিডিয়ার পর্দায় ধরা পরেছে। যেগুলো অত্যন্ত আনন্দের সহিত উপভোগ করেছেন প্রতিটি মানুষ। তবে এবার ধরা পরলো একটু অন্যরকম দৃশ্য। এবার দেখা গেল একটি ঢেঁড়সের জন্য দুটো টিয়া পাখি পরস্পরের সাথে যুদ্ধ করতে নেমে পরেছে। দুটো টিয়া পাখি একটি গাছের ডালে বসে একটি ঢেঁড়স খাওয়া নিয়ে পরস্পরের সাথে মারামারি করছে।

সম্প্রতি ‘প্যারট প্যারাডাইস’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় দুটো টিয়া পাখির ঢেঁড়স নিয়ে লড়াইয়ের এই ভিডিওটি। যা আপলোড হওয়া মাত্রই ছড়িয়ে পরেছে সমস্ত নেট দুনিয়ায়। ইতিমধ্যে ভিডিওটিকে দেখে ফেলেছেন প্রায় ১৭ হাজারের বেশি মানুষ। পাশাপাশি ভিডিওটিতে লাইক করে কমেন্টবক্সে নিজেদের একাধিক মন্তব্য তুলে ধরেছেন একাধিক মানুষ। অর্থাৎ টিয়া পাখিদের কথা বলার ভিডিও ছাড়াও যে অন্য ধরনের ভিডিও মানুষের নজর কাড়তে পারে তারই বাস্তব উদাহরণ এই ভিডিওটি।