অবিকল মানুষের মতোই কথা বলছে দুটি টিয়াপাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

দুই সবুজ রঙের টিয়াপাখিকে একে অপরের সঙ্গে ঝগড়ার সুরে কথা বলতে দেখা যায়।

ইন্টারনেটের পাতায় প্রতিনিয়তই কিছু না কিছু ভাইরাল হতে দেখা যাচ্ছে। ভাইরাল ভিডিওগুলো কখনও মানুষকে দুঃখের সাগরে ভাসিয়ে দিচ্ছে, আবার কখনও হাসিয়ে লুটোপুটি খাওয়ানোর পরিস্থিতি তৈরি করছে। কিছু ভিডিও সাধারণ মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করছে, আবার কিছু ভিডিও মানুষের হুঁশ উড়িয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করছে।

ভাইরাল ভিডিওগুলোতে কন্টেন্টের প্রকৃতি বিভিন্ন রকমের হয়। এগুলোতে কখনও প্রাপ্ত বয়স্ক মানুষ বা শিশুদের দেখা যায়, আবার কখনও বন্য জীবজন্তু বা পোষ্য পশুপাখিদের দেখা যায়। এঁদের মধ্যে পাখিদের কার্যকলাপ সাধারণ মানুষকে অবাক হতে বাধ্য করে দেয়। যেখানে সাধারণত প্রায়শই পোষ্য টিয়াপাখি উড়ে যাওয়ার খবর শোনা যায়, সেখানে সোশ্যাল মিডিয়ার কিছু ভিডিওতে আবার দুই টিয়াপাখিকে বাড়ির উঠোনে বসে মানুষের মতো ঝগড়া করতে দেখা যায়।

সম্প্রতি দুই টিয়াপাখির ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তুতে পরিণত হতে দেখা গেল। ভিডিওটিতে দুই সবুজ রঙের টিয়াপাখিকে একে অপরের সঙ্গে ঝগড়ার সুরে কথা বলতে দেখা যায়। ঝগড়ার সুর শুনে কোনো মতেই বোঝার জো নেই যে, এই দৃশ্য পূর্ব পরিকল্পিত না হঠাৎই ঘটে গেছে। দুই টিয়াপাখির কথোপকথন শুনে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। দুইজনেই পুরুষ টিয়াপাখি। একজনের নাম ‘টাইগার’ ও আরেকজনের নাম ‘মিঠু’ বলে দাবি করা হয়েছে। ভিডিওটিতে ‘টাইগার’ মিঠুকে ‘মিঠু’বলে ডাকে দিলেই মিঠুকেও জবাব দিতে দেখা যায়। একদম মানুষের মতোই ‘কী’ শব্দটি শোনা যায় মিঠুর মুখে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘টকিং প্যারোট’ (Talking Parrot) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি প্রায় ৬.১ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেম এবং প্রায় ৩০ হাজার মানুষ পছন্দ করেছেন।