ডিম ফুটে বেরিয়ে এলো দুই মাথাওয়ালা ‘বিরল’ সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

এক ব্যক্তির হাতে দু মুখো সাপকে অর্থাৎ দুই মাথা বিশিষ্ট সাপকে দেখতে পাওয়া গেল। ভিডিওটিতে দৃশ্যমান ব্যক্তিটিকে জঙ্গল সাফারির পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়।

সোশ্যাল মিডিয়ার হাত ধরে আজকাল পৃথিবীর যে কোনো দেশের মানুষের সঙ্গে পরিচয় ঘটানো সম্ভব হয়েছে। বিনোদন থেকে সাম্প্রতিক খবর সবই পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। কোথায় কে পুরস্কার পাচ্ছে, কোথায় দুর্ঘটনা ঘটছে, মহাজগতের কী পরিবর্তন হয়েছে, জন্ম-মৃত্যুর খবর সবকিছুই জানতে পারা যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে (Social Media)।

কিছু ভিডিও দেখা যায় বেশ মজার। এই ভিডিওগুলো দেখে খুব সহজেই আনন্দ পাওয়া যায়। তবে এর মধ্যে কিছু ভিডিও থাকে যেগুলো আতঙ্ক সৃষ্টি করার মতো হয়। এই প্রকৃতির ভিডিও দেখতে গা শিউরে ওঠার অবস্থা তৈরি হয়। ভিডিওগুলো কিছু মানুষকে রোমাঞ্চকর অনুভূতি দিলেও, বহু মানুষের মনে ত্রাসের সঞ্চার ঘটিয়ে থাকে।

সাধারণ মানুষের জীবনে এক প্রবাদ বাক্য বেশ প্রচলিত রয়েছে। প্রবাদটি হল ‘দু মুখো সাপ’ (Two Headed Snake)। মূলত কোনো মানুষ যদি একটি বিষয়কে কেন্দ্র করেই দুই ভিন্ন মানুষের কাছে ভিন্ন রকমের কথা বলে থাকে, তখন তাঁকে ‘দু মুখো সাপ’-এর তকমা দেওয়া হয়। অনেকেই ‘দু মুখো সাপ’ শব্দবন্ধটি প্রবাদ বাক্য হিসাবে শুনে থাকেন। অনেকেই জানেন যে, এই পৃথিবীতে সত্যিই দু মুখো সাপের অস্তিত্ব রয়েছে। সম্প্রতি এই দু মুখো সাপের একটি ভিডিও প্রকাশ্যে আসার পরে দু মুখো সাপের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেল।

দু মুখো সাপের এক বিরল ভিডিও প্রকাশ্যে আসার পরে সম্প্রতি সেটি ভাইরাল হয়ে যেতে দেখা গেল। ভিডিওটিতে এক ব্যক্তির হাতে দু মুখো সাপকে অর্থাৎ দুই মাথা বিশিষ্ট সাপকে দেখতে পাওয়া গেল। ভিডিওটিতে দৃশ্যমান ব্যক্তিটিকে জঙ্গল সাফারির পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। উক্ত ব্যক্তিটিকে একটি ট্রেতে একসঙ্গে অনেকগুলো ডিম নিয়ে একটি একটি করে সবকটা ডিম ফাটাতে দেখা যায়। এই ফাটানো ডিমগুলো থেকেই ছোট্ট ছোট শিশু সাপ বেরিয়ে আসতে দেখা যায়।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘জয় প্রি হিস্টোরিক পেটস’ (Jay Prehistoric Pets) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ৬০০ হাজার ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা সাড়ে ৯ হাজার অতিক্রম করে ফেলেছে।