হাতের মুঠোয় বিরল প্রজাতির দু-মাথাওয়ালা বিশ্বের সবচেয়ে ছোটো সাপ, ভাইরাল ভিডিও
এক মানুষের হাতের তালুর উপরে কালো রঙের একটি দু মুখো সাপ দেখতে পাওয়া যায়।

সোশ্যাল মিডিয়ার দৌলতে পুরো দুনিয়ার সঙ্গে পরিচয় করার সুযোগ পাওয়া যায়। বর্তমানে একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মগুলোতে নানান রকমের ভিডিও দেখতে পাওয়া যায়। এই ভিডিওগুলোতে হাস্যরসাত্মক ভিডিও, দুঃখের ভিডিও, মজার ভিডিও প্রভৃতি দেখতে পাওয়া যায়। এরইমধ্যে কিছু কিছু ভিডিও আবার অবাক করে দেওয়ার মতো থাকে। এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি না হলে তো দেখতেই পাওয়া যেত না।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) সম্প্রতি একটি সাপের ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওটিতে একটি দুমুখো সাপকে দেখতে পাওয়া গেছে। না এটা শব্দ বন্ধ ব্যবহার করার মাধ্যমে কোনো বিশেষ শত্রুকে বোঝানোর চেষ্টা করা হয়নি। আক্ষরিক অর্থেই দুটি মুখ বিশিষ্ট সাপকে বোঝানো হয়েছে। এই দুই মুখো সাপ সহজে দেখতে পাওয়া যায় না। খুব কম মানুষই এই দৃশ্য সাক্ষী করার সুযোগ পান।
ভিডিওটি মূলত ভাইরাল (Viral Video) হয়েছে ফেসবুক নামক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে (Social Media Platform)। ভিডিওটি দেখে অবাক হয়ে গেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা (Social Media Users)। ভিডিওটিতে দেখা গেল অদেখা আশ্চর্যজনক দৃশ্য। দৃশ্যটি দেখে সবাই রীতিমতো হতবাক হয়ে গেছেন।
ভিডিওটিতে মূলত এক মানুষের হাতের তালুর উপরে কালো রঙের একটি দু মুখো সাপ দেখতে পাওয়া যায়। সাপটির আকার একদম ছোট্ট মতো। সাপটিকে রীতিমতো চলাফেরা করতে দেখা যায়। উক্ত সাপের কোনো নাম জানতে পারা যায়নি। তবে সাপটির শারীরিক গড়ন দেখে অবাক হয়ে গেছেন নেটিজেনরা।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘বিস্টলি’ (Beastly) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ৮.২ লক্ষ ছাড়িয়ে গেছে এবং ৩.১ হাজার অতিক্রম করে ফেলেছে।