একে অপরকে জড়িয়ে ধরে তুমুল লড়াই দুই ক্যাঙ্গারুর, ভাইরাল ভিডিও

ক্যাঙ্গারু দুটোর লড়াই দেখলে মনে হবে তারা যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত।

সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিনিয়ত কত কিছুই না ভাইরাল হয়ে চলেছে। সাধারণ বিষয় থেকে শুরু করে বিভিন্নরকম অদ্ভুত ঘটনা সবই জনপ্রিয়তা পাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার পাতায়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিদিন কত ধরনের গল্প যে মানুষের মধ্যে ছড়িয়ে পরছে তাঁর কোনো হিসেব নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোর মধ্যে কিছু ভিডিও থাকে বেশ অনুপ্রেরণামূলক আবার কিছু ভিডিও থাকে অত্যন্ত মজার। তবে প্রতিটি ভিডিওই প্রতিটি মানুষ সাদরে গ্রহণ করে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে তুমুল সাড়া ফেলেছে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে দুটো ক্যাঙ্গারুর দুর্ধর্ষ লড়াই। আর যা দেখে রীতিমতো হতভম্ব হয়ে পরেছে সমস্ত নেট নাগরিক। কিছুদিন আগে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় এই ভাইরাল ভিডিওটি। যা নেট মাধ্যমে প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সাধারণত ক্যাঙ্গারুদের শান্ত স্বভাবের প্রাণী বলে ধরা হয়। তবে তারাও যে অন্যান্য প্রাণীদের মত ঝগড়া করতে পারে তা এতদিন কারো জানা ছিল না।

ভাইরাল ভিডিওটিতে দেখতে পাওয়া ক্যাঙ্গারু দুটো কোনো বাচ্চা সাইজের নয়। সেখানে দুটো প্রাপ্তবয়স্ক ক্যাঙ্গারুকে পরস্পরের সাথে লড়াই করতে দেখা গিয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে অবাক করার বিষয় হলো ক্যাঙ্গারু দুটোর লড়াই করার পদ্ধতি। যা অবাক করেছে সকলকে। ক্যাঙ্গারু দুটোর লড়াই দেখলে মনে হবে তারা মানুষের মতো রেসলিংএর রিংএ লড়াই করছে। যেখানে একটি ক্যাঙ্গারু অপর ক্যাঙ্গারুটিকে ছুড়ে ফেলে দেয়। ঠিক যেমনভাবে রেসলিং-এ হয়।

ক্যাঙ্গারু দুটোর লড়াই দেখলে মনে হবে তারা যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত। তবে তারা আদৌ প্রশিক্ষণপ্রাপ্ত কিনা সে সম্পর্কে স্পষ্টত ধারণা পাওয়া যায়নি। গত বছর ‘NowThis’ নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয় এই ভিডিওটি। ভিডিওটির ক্যাপশন থেকে জানতে পারা গিয়েছে যে ভিডিওটি অস্ট্রেলিয়ার। আর এখানেই ক্যাঙ্গারুদের বাসস্থান বলে ধরা হয়। ইতিমধ্যে ভিডিওটিকে লাইক, কমেন্ট করে শেয়ার করেছেন একাধিক মানুষ। অর্থাৎ প্রত্যেকেরই যে এই ভিডিওটি ব্যাপক নজর কেড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।