খোলা আকাশের নিচে জনপ্রিয় বাংলা গানে নাচ করে তাক লাগালেন দুই খুদে কন্যা, তুমুল ভাইরাল ভিডিও
এবার এক নয় বরং দুই ক্ষুদে শিল্পীর নাচ কার্যত ব্যাপক সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। ফোক গানে নাচ করে কার্যত সেই বাচ্চা মেয়েটি সবার মন জয় করে নিয়েছে।

এখন অফিস ও স্কুল সবকিছুই চলছে পুরোদমে। না আছে কোনো অনুষ্ঠান না একটু শান্তি নেওয়ার সময়। দিনের শেষে যেন ঘুমটাই একমাত্র লক্ষ্য। তবে পুজো আসছে। হাতে গোনা আর মাত্র ৫০ দিনের থেকেও কম। আর পুজোর গান ও পুজোর সাজে ধীরে ধীরে সেজে উঠছে বাংলা। দিনের শেষে সোশ্যাল মিডিয়া তুলে ধরে বিভিন্ন মন ভালো করা ভিডিও।
এবার এক নয় বরং দুই ক্ষুদে শিল্পীর নাচ কার্যত ব্যাপক সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে। ফোক গানে নাচ করে কার্যত সেই বাচ্চা মেয়েটি সবার মন জয় করে নিয়েছে। ‘নিশি রাইতের ভালোবাসা’ গানেই নাচ করেছে সেই ছোট দুই ক্ষুদে। খোলামেলা পরিবেশের মধ্যে এমন দুর্দান্ত নাচ যা নজর কেড়ে নিতে বাধ্য। পরনে তাদের হলুদ ও আকাশি রঙের শাড়ি। সাথেই একই রকমের সাজ, গয়না ও নাচের ধরণ।
হাতে চুড়ি, মাথায় গোঁজা হেয়ার ব্যান্ড, ফুল এই সাজ মানিয়েছে তাকে। সবথেকে বড়ো কথা সুন্দর এক্সপ্রেশনে সবাই কার্যত কাবু হয়েছে। গানের প্রতিটি শব্দের সাথেই চোখ ও মুখের অভিনয় দেখে যে কেউ ভাববেন ছোট মেয়েটি সম্পূর্ণভাবে প্রশিক্ষন প্রাপ্ত। এই বিখ্যাত গানটি গেয়েছিল গায়িকা ডলি সায়ন্তনি। সঙ্গীতা ভুঁইয়া নামের এক মহিলা নিজের ইনস্টাগ্রামে সেই ভিডিওটি আপলোড করেছেন।
View this post on Instagram
আপনাদের জানিয়ে রাখি খুব সম্ভবত সংগীতা এই দুটি ক্ষুদে মেয়ের মা। তাই তিনি নিজের একাউন্ট থেকে আরও বহু ভিডিও আপলোড করেছেন। এখনও পর্যন্ত হাজার হাজার ভিউজ ছাড়িয়ে গেছে। সাথেই সবাই প্রচুর লাইক ও কমেন্ট করেছেন। কেউ লিখেছেন -‘এক্সপ্রেশনটা জাস্ট ওয়াও কোনো কথা হবে না’। অন্যজন লিখেছেন -‘বড়ো হলে আরও সুন্দর করতে হবে, এগিয়ে যাও দুজনে’। সত্যি এমন সুন্দর একটি নৃত্য যেন দিনের শেষে দেখলে সব ক্লান্তি দূর হয়ে যাবে।