গাছের ডালে বসে চুপিচুপি প্রেমে মত্ত দুই টিয়া পাখি, ভাইরাল ভিডিও
পেয়ারা গাছের ডালে দুটি সবুজ টিয়াপাখিকে বসে রোম্যান্সে মেতে উঠতে দেখা গেছে।

এই যুগ ইন্টারনেটের যুগ। এই যুগে মনোরঞ্জন থেকে কাজকর্ম সবই হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। এই ইন্টারনেটের দৌলতে জরুরী থেকে জরুরী কাজ মুহূর্তের মধ্যে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। আবার এই ইন্টারনেটের দৌলতেই চার দেওয়ালের মধ্যে বন্দি না থেকেও এক ক্লিকে মনোরঞ্জন করা সম্ভব হচ্ছে। ইন্টারনেটের হাত ধরে বর্তমানে দুনিয়ার অদ্ভুত সব জিনিস ও ঘটনা দেখার সুযোগ পাওয়া যাচ্ছে।
পোষ্য পাখি হিসাবে সবুজ টিয়াপাখির বেশ সুনাম রয়েছে। এই পাখি মানুষের কাছে বেশ পোষ মানিয়ে নেয়। কোনো কোনো টিয়াপাখি পোষ্য না হলেও, এদের বসবাস সেই লোকালয়ের মধ্যেই থাকে। মানব বসতির আশপাশেরই এই জাতীয় পাখি বাসা বেঁধে বসবাস করতে দেখা যায়। পাখিগুলো খুব সহজেই মানুষের কাছে কথা বলার প্রশিক্ষণ নিতে পারে। কখনও কখনও কোনো কোনো টিয়াপাখি তো আবার একদম মানুষের মতোই সম্পূর্ণ বাক্য বলে ফেলে।
সম্প্রতি একটি টিয়াপাখির ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে পেয়ারা গাছের ডালে দুটি সবুজ টিয়াপাখিকে বসে রোম্যান্সে মেতে উঠতে দেখা গেছে। গাছের ডালে বসে প্রথমে মূলত একটি টিয়াপাখিই পেয়ারাই খাচ্ছিল। এরপরে ভিডিওতে যোগ দেয় আরও একটি টিয়াপাখি। তারপরে দুজনে মিলে ডালে ঝুলে পেয়ারা খেতে ব্যস্ত থাকে। এরপরেই দুজনকে ঘনিষ্ঠ হতে দেখা যায়।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘প্যারোট প্যারাডাইস’ (Parrot Paradise) নামক এমটি ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি মূলত দুই বছরের পুরোনো হয়েও নতুন করে ভাইরাল হয়ে যেতে দেখা গেল। ভিডিওটি প্রায় ৯.২ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এবং প্রায় ৬২ হাজারের মতো মানুষ পছন্দ করে ফেলেছেন।