গাছের ডালে বসে ভরপুর রোমান্সে মত্ত দুটি টিয়া পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

টিয়াপাখিকে ডানা মেলে ধরে অপরজনের ঠোঁটে ঠোকা মেরে নাচতে দেখা যায়।

বাংলার মাটিতে বেশ ভালোই সবুজ টিয়াপাখি দেখা যায়। এই টিয়াপাখিগুলো নির্জন এলাকায়, বা ঘন জঙ্গলে বসবাস না করে জনবসতির মধ্যেই বসবাস করে। বহু টিয়াপাখিকে মানুষের পোষ্যরূপেও দেখতে পাওয়া যায়। কখনও খাঁচায়, আবার কখনও খোলা আকাশের নিচে উঠোনে চরে বেড়াতে দেখা যায়। এদেরকে খাবার দিলে মজা করে খায়, আবার কথা বলার প্রশিক্ষণ দিলে খুবই সুন্দরভাবে মানুষের মতো সম্পূর্ণ বাক্য বলতে পারে।

যে সমস্ত পাখিদের প্রশিক্ষণ দিলে কথা বলতে পারে, তাঁরা হরবোলা পাখি নামে পরিচিত। এই তালিকায় টিয়াপাখি ছাড়াও কাকাতুয়া, ময়না, শালিকদের থাকতে দেখা যায়। তবে এদের মধ্যে টিয়াপাখির গায়ে থাকা সবুজ রং পাখিপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে। পুরুষ ও মহিলা টিয়াপাখিকে অনায়াসেই চিহ্নিত করা যায়। মহিলা টিয়াপাখির পুরো দেহই সবুজ রঙে ঢাকা। অপরদিকে পুরুষ টিয়াপাখির গলার গাছে কালো-গোলাপি রঙের পটি দেখতে যায় যায়।

সম্প্রতি এই সবুজ টিয়াপাখিরই একটি ভিডিও ভাইরাল হতে দেখা গেল। ভিডিওটিতে মোট দুটি টিয়াপাখিকে দেখতে পাওয়া গেল। এর মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা ছিল। এই দুই টিয়াপাখিকে ভিডিওটিতে প্রথমে খেলতে ব্যস্ত থাকতে দেখা যায়। তবে ভিডিও এগোলে দুইজনের মধ্যে একজনকে তথা পুরুষ টিয়াপাখিকে ডানা মেলে ধরে অপরজনের ঠোঁটে ঠোকা মেরে নাচতে দেখা যায়। তারপরে ঝুলন্ত রিং-এ খেলার সময় দুইজনেকেই পরস্পরের ঠোঁটে ঠোঁট মিলিয়ে কথোপকথনে ব্যস্ত থাকতে দেখা যায়।

দুই টিয়াপাখির এই প্রেম নিবেদনের ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘প্যারোট প্যারাডাইস’ (Parrot Paradise) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটির ভিউয়ার্সের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে এবং এই ভিডিওটিকর প্রায় শখানেক মানুষ পছন্দ করেছেন।