ঘন জঙ্গলের মধ্যে দুটি সাপের বিরল শঙ্খদৃশ্য, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
হিন্দু ধর্মমতে, সাপের শঙ্খ লাগার দৃশ্যের সাক্ষী হওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার। এই ঘটনা দর্শনকারীর জন্য খুবই শুভ বলে দাবি করা হয়।

ক্যামেরাবন্দি হতে দেখা গেল সাপের রোম্যান্স। আর এই রোম্যান্স দেখেই আপ্লুত হতে দেখা গেল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। আর পাঁচটা জীবজন্তু বা পশুপাখির রোম্যান্স করার দৃশ্য লোকালয়ে ঘটলেও, সাপের রোম্যান্সে লিপ্ত হওয়ার দৃশ্য সচরাচর চোখে পড়ে না। সাপের রোম্যান্সের পোশাকি নামও রয়েছে। অনেকেই জানেন না, সাপের রোম্যান্স আসলে শঙ্খলাগা নামে পরিচিত। লোকমহলে এই দৃশ্য শঙ্খ দৃশ্য নামে পরিচিতি লাভ করেছে।
হিন্দু ধর্মমতে, সাপের শঙ্খ লাগার দৃশ্যের সাক্ষী হওয়া খুবই সৌভাগ্যের ব্যাপার। এই ঘটনা দর্শনকারীর জন্য খুবই শুভ বলে দাবি করা হয়। আর তাই কখনও পথেঘাটে সাপের শঙ্খ লাগার দৃশ্যের সাক্ষী হওয়ার সুযোগ পেলে অনেকেই তা হাতছাড়া করতে চান না। এই দৃশ্য অনেকে আবার ভিডিওরূপে ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে, তা অন্যরা দেখে সুযোগ পান।
সম্প্রতি নেটাগরিকরা এমনই এক দৃশ্যের সাক্ষী হওয়ার সুযোগ পেলেন এক ভাইরাল ভিডিওর মাধ্যমে। ভিডিওটিতে দুইটি সাপকে খোলা আকাশের নিচে সবুজ গাছ ও লতাপাতার মাঝে তথা জঙ্গলে সাধারণ মানুষের অলক্ষ্যে যৌন মিলনে ব্যস্ত থাকতে দেখা যায়। অনেকেই দাবি করেন, শঙ্খ লাগা কাপড় বাড়িতে অর্থের আগমন ঘটায় ও বাড়ির সদস্যদের মনকামনা পূরণ করে। এই বিশ্বাসের অধীনেই ভাইরাল ভিডিওটিতে একটি লাল রঙের গামছা দুই সাপের পাশে পড়ে থাকতে দেখা যায়।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘তন্ত্রগুরু মায়াজাল’ (Tantra Guru Mayajaal) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি ৯.৪ হাজার মানুষ দেখে ফেলেছেন এবং বহু মানুষ ভিডিওটি লাইক করেছেন। এই ধরণের দৃশ্য গ্রামে অপেক্ষাকৃত বেশিই ঘটতে দেখা যায়, শহরাঞ্চলে খুব একটা দেখতে পাওয়া যায় না।