পড়াশুনা ছেড়ে ক্লাসরুমের মধ্যেই তুমুল নাচ যুবক-যুবতীর, ভাইরাল ভিডিও

বদ্ধ ক্লাসরুমের মধ্যে এক যুবক ও যুবতীকে উদ্দম নাচ করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় বিখ্যাত বাংলা গান 'বৈশাখের বিকেল বেলা' (Boishakh Er Bikel Bela)।

সোশ্যাল মিডিয়ার দৌলতে সবাই ভাইরাল হয়ে উঠছে। আট থেকে আশি সবাই ইউনিক কন্টেন্টের জেরে ভাইরাল হওয়ার সুযোগ পাচ্ছে। আর্থিক শ্রেণী যাই হোক না কেন, সোশ্যাল মিডিয়া সবাইকে ভাইরাল হওয়ার সুযোগ করে দিচ্ছে। এইচডি মেকআপ হোক বা সাধারণ মেকআপহীন ফেস, ইউনিক কন্টেন্টের দৌলতে সবাই আজকাল সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হওয়ার সুযোগ পাচ্ছে।

আজকাল খোলা মাঠ থেকে শুরু বদ্ধ ক্লাসরুম সবই হাজির হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। প্রকৃতি হোক বা অট্টালিকা সবকিছুর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় উপলব্ধ। এই সোশ্যাল মিডিয়াতে আজকাল শুধুমাত্র প্রশিক্ষিত নৃত্য শিল্পীদেরই দেখা যায় না, ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদেরও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের গানে কোমর দোলাতে দেখা যায়।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে বদ্ধ ক্লাসরুমের মধ্যে এক যুবক ও যুবতীকে উদ্দম নাচ করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় বিখ্যাত বাংলা গান ‘বৈশাখের বিকেল বেলা’ (Boishakh Er Bikel Bela)। যুবতীর পরণে থাকে বিশেষ প্যাটার্ন আঁকা সবুজ রঙের জর্জেট শাড়ি ও ব্লাউজ এবং যুবকের পরণে দেখা যায় জিন্স প্যান্ট ও চেক প্যাটার্নযুক্ত শার্ট।

যুবক-যুবতীদের নাচের ভিডিও তাঁদেরই এক সহপাঠী রেকর্ড করে ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘শাহ রিফ অ্যাট’ (Shah Rif At) নামক এক ইউটিউব চ্যানেল (Youtube Channel) থেকে। দর্শকরা এই ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন। ফলস্বরূপ, ভিডিওটি ২৬ মিলিয়ন ভিউ পেয়ে গেছে এবং লাইকের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়ে গেছে।