সৌন্দর্যের নিরিখে বলিউড নায়িকাদেরও টেক্কা বিখ্যাত ভিলেন প্রেম চোপড়ার মেয়ে, রইল তাঁর ছবি

উনিশের দশকের বলিউডের কিংবদন্তি অভিনেতাদের মধ্যে একজন প্রতিভাবান ও জনপ্রিয় অভিনেতা হলেন প্রেম চোপড়া।

উনিশের দশকের বলিউডের কিংবদন্তি অভিনেতাদের মধ্যে একজন প্রতিভাবান ও জনপ্রিয় অভিনেতা হলেন প্রেম চোপড়া (Prem Chopra)। আর এমন কোনো সিনেমার প্রেমী নেই যে এই অভিনেতা কে চেনে না। নিজের অভিনয় দক্ষতায় গোটা দেশজুড়ে নিজের নাম তৈরি করেছেন তিনি। ১৯৬০ সালে মুক্তি পাওয়া ‘হাম হিন্দুস্তানি’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেতা প্রেম চোপড়া। ‌এরপর দীর্ঘ ৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিতে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। ‌ তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা গেলেও তাঁর জনপ্রিয়তায় কোনোরকম ভাটা পরেনি।

বর্তমান সময়ে ট্যালেন্ডেট অভিনেতা-অভিনেত্রীদের থেকেও সবচেয়ে বেশি চর্চায় থাকেন বিভিন্ন স্টারকিডরা। শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর থেকে শুরু করে চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে সবাই এখন বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। ‌তবে এমন কিছু স্টারকিড রয়েছেন যারা ইন্ডাস্ট্রির সাথে একেবারেই জড়িত নন। আর সেরকমই একজন স্টারকিড হলেন অভিনেতা প্রেম চোপড়ার মেয়ে প্রেরণা যোশী। বাবা ইন্ডাস্ট্রির একজন বড় মাপের অভিনেতা হয়েও কোনদিন সিনেমা জগতের দিকে পা বাড়াননি প্রেরণা।

তবে তিনি ইন্ডাস্ট্রির সাথে যে একেবারেই যুক্ত নন এমনটা নয়। কারণ তাঁর বর্তমান স্বামী বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা শর্মন যোশী। যার অভিনীত একাধিক হিট সিনেমা রয়েছে। ২০০০ সালে শর্মনের সাথে বিয়ে হয় প্রেরণার। বর্তমানে তারা তিন সন্তানের অভিভাবক। প্রসঙ্গত, শর্মন গুজরাটি ও মারাঠি থিয়েটারের মাধ্যমে নিজের অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন। যদিও তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান ২০০৬ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা ‘গোলমাল: ফান আনলিমিটেড’-এর মাধ্যমে। এরপর ২০০৯ সালে মুক্তি পাওয়া এভারগ্রীন সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এ দেখা মেলে তাঁর। আর এখান থেকেই মূলত তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পরে সব দিকে।

তবে বাবা এবং স্বামী দুজনেই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হলেও পেশা হিসেবে প্রেরণা বেঁছে নিয়েছেন ব্যবসাকে। ‌বর্তমানে তিনি একজন সফল বিজনেসউম্যান। তিনি অন্যান্য স্টারকিডদের মতো অভিনয়কে না বেঁছে ব্যবসা শুরু করেছেন। বরাবরের মতোই তিনি চেয়েছেন নিজের ক্ষমতায় কিছু একটা করতে। যার কারণেই তিনি বেঁছে নেন ব্যবসাকে। প্রেরণা সোশ্যাল মিডিয়ায় সেভাবে একটিভ না হলেও মাঝে মাঝে তাঁর দেখা মেলে তাঁর স্বামী শর্মনের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। আর সেখান থেকেই বোঝা যায় যে তিনি অন্যান্য স্টারকিডদের চাইতে সৌন্দর্যে কোনোঅংশে কম নয়।