প্রসেনজিৎ চ্যাটার্জীর দ্বিতীয় স্ত্রীকে চেনেন? সৌন্দর্যে টলিউড নায়িকাদেরও টেক্কা দেবেন তিনি, রইল ছবি
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় মুখ প্রসেনজিৎ চ্যাটার্জি (Prasenjit Chatterjee)। তিনি নব্বই দশকে টলিউড জগতে দর্শকদের একের পর এক সিনেমা উপহার দিয়েছিলেন।

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় মুখ প্রসেনজিৎ চ্যাটার্জি (Prasenjit Chatterjee)। তিনি নব্বই দশকে টলিউড জগতে দর্শকদের একের পর এক সিনেমা উপহার দিয়েছিলেন। এই জনপ্রিয় অভিনেতা এখনও টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood Film Industry) অংশ হয়ে রয়েছেন। সময় পাল্টালেও, সিনেমার ধরণ পাল্টালেও সিনেমার জগতে তাঁর অংশগ্রহণ এখনও একই থেকে গেছে।
কর্মজীবনের মতো ব্যক্তিগত জীবনও তাঁর বেশ রঙীন থেকেছে। নিজের পুরো জীবনে এখনও পর্যন্ত তিনি মোট ৩টি বিয়ে করেছেন। প্রথমে তিনি বিয়ে করেন দেবশ্রী রায়কে (Debashree Roy)। বিবাহ বিচ্ছেদ ঘটলে তিনি অপর্ণা গুহ ঠাকুরতার (Aparna Guha Thakurata) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু এই বিয়েও বেশিদিন টেকেনি। বিয়ের ৫ বছরের মধ্যেই দুইজনের ডিভোর্স হয়ে যায়। এরপরে প্রসেনজিৎ বিয়ে করে অর্পিতা পালকে (Arpita Pal)।
১৯৯৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ২০০৩ সালে দুইজনের বিবাহ বিচ্ছেদ ঘটে। প্রসেনজিৎ চ্যাটার্জির দ্বিতীয় স্ত্রী বিনোদন জগতের সঙ্গে জড়িত নন। তবে তিনি ইন্ডাস্ট্রির অংশ না হলেও, বেশ সুন্দরী। দুইজনে ভালোবেসে বিয়ে করলেও দাবি করা হয় পরকীয়ার অভিযোগ তুলে তিনি প্রসেনজিৎকে ডিভোর্স দেন। দুইজনের এক মেয়ে রয়েছে, নাম প্রেরণা। বিচ্ছেদের পরে অপর্ণা মেয়েকে নিয়ে কলকাতার বাইরে চলে যান। বর্তমানে দুইজনের বসবাস আমেরিকা যুক্তরাষ্ট্রে।
অপর্ণার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেলেও অপর্ণার রূপে মোটেই ভাটা পড়েনি। সবকিছু সামলে তিনি একলাই মেয়ে প্রেরণার লালন পালন করেছেন। তাঁর প্রচেষ্টাতেই প্রেরণা আজ আইনজীবী। বছর দুই আগে অপর্ণা ও প্রেরণাকে পরিচালক জুটি অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়ের সঙ্গে দেখা করার জন্য কলকাতায় আসতে দেখা যায়। তবে প্রসেনজিতের বক্তব্যের ভিত্তিতে জানা যায়, মেয়ের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই।