কুকুররা গাড়ির চাকা দেখলেই প্রস্রাব করে কেন? ৯৯% মানুষ উত্তর দিতে ব্যর্থ
বৈজ্ঞানিকদের বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী, কুকুরেরা রাবারের গন্ধ ভীষণ পছন্দ করে। যেহেতু গাড়ির চাকা রাবার দিয়ে তৈরি করা হয় তাই তা কুকুরদের বেশ আকর্ষিত করে।

মানুষের কাছে পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে একটি অত্যন্ত বিশ্বস্ত প্রাণী হল কুকুর (Dog)। যার কারণে বেশিরভাগ মানুষই কুকুর ভালবাসেন। এমনকি বহু মানুষ বাড়িতে পোষ্য হিসেবে কুকুর পোষেন। ছোটবেলা থেকেই শেখানো হয় যে কুকুর একটি অত্যন্ত বিশ্বস্ত প্রাণী। আর যেই বাড়িতে কুকুর থাকে সেই বাড়ি সুরক্ষিত থাকে। কারণ কুকুর বাড়িকে রক্ষা করার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে বাড়ির ছোট সদস্যদের মাতিয়ে রাখে। যার কারনে অনেকেই কুকুরকে সন্তান স্নেহে পোষেন।
বহু যুগ ধরেই কুকুর মানুষের সঙ্গী হয়ে আসছে। এমনকি ভারতের অন্যতম প্রধান মহাকাব্য ‘মহাভারতে’ও পান্ডবদের অন্তিম যাত্রায় তাদের সঙ্গী হয়েছিলেন একটি কুকুর। এছাড়াও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত বিশ্বস্ত একটি প্রাণী হলো কুকুর। আমাদের দেশের রাস্তাতে প্রচুর পরিমাণে দেশি ও বিদেশী কুকুর দেখতে পাওয়া যায়। আর সেই সমস্ত স্থানের কুকুরদের ভিন্ন ভিন্ন আচরণ লক্ষ্য করা যায়। তবে মানুষ সেই আচরণগুলো লক্ষ্য করলেও তা নিয়ে খুব একটা মাথা ঘামান না।
এ ধরনের ঘটনা প্রায়ই ঘটতে থাকলেও তা নিয়ে কারো মাথাব্যথা নেই। রাস্তার কুকুরটা এমন কিছু কাণ্ড করে যা মানুষের কাছে অত্যন্ত অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। যেমন রাস্তায় কোনো গাড়ি দাঁড়িয়ে থাকলে কুকুরেরা এসে সেই গাড়ির চাকায় মূত্রত্যাগ করে। আপাত দৃষ্টিতে দেখলে এই বিষয়টি অত্যন্ত সাধারণ মনে হলেও এর পেছনে একটি যুক্তিপূর্ণ কারণ রয়েছে। যা হয়তো অনেকেরই অজানা। তাই আজকের এই প্রতিবেদনে সে সম্পর্কেই আলোচনা করা হলো।
বৈজ্ঞানিকদের বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী, কুকুরেরা রাবারের গন্ধ ভীষণ পছন্দ করে। যেহেতু গাড়ির চাকা রাবার দিয়ে তৈরি করা হয় তাই তা কুকুরদের বেশ আকর্ষিত করে। পাশাপাশি গাড়ির চাকায় এভাবে মূত্রত্যাগ করে কুকুরেরা নিজেদের জন্য একটি নির্দিষ্ট গণ্ডি তৈরি করতে চায়। যাতে ওই স্থানে অন্য কুকুরেরাও এসে মূত্রত্যাগ করে। তাই তারা রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখলেই এ ধরনের কান্ড করে।